দুটি শিশুতোষ ছড়া
শিশু মনের প্রশ্ন
----------------------------
আকাশ জুড়ে মেঘের ভেলা
কখনো নামে বৃষ্টি!
শিশুর মনে প্রশ্ন একটাই
কেমনে হয় সৃষ্টি।
গুড় গুড় মেঘের আওয়াজ
কেমন করে ডাকে,
কখনো দেখি হঠাৎ করে
আগুন জ্বলে ফাকে।
আকাশে অই মেঘের দেশে
কে বলো থাকে?
কেমন করে বাদল ঝড়ে
প্রশ্ন করেন মাকে।
হঠাৎ করে আকাশ থেকে
গড়িয়ে পরে জল,
হঠাৎ আবার কোথায় লুকায়
কালো মেঘের দল।
শুন্য আকাশে এত্তো পানি
কোথায় থাকে জমা,
শিশুর মনে এসব প্রশ্নের
উত্তর দেয়না মা।
বৃষ্টির জলে ভিজে বুঝি
সূর্য্যি মামার গা,
তাইতো মামা দেয়না কিরণ
ঠান্ডায় কাঁপে পা।
মাকে বলেন- সূর্য্যি মামাও
আমার মতো কাঁপে,
ভিজলে জলে রাগ করে
কি? তাঁর বাপে।
প্রশ্ন শুনে মায়ের মনে
শুধু হাঁসি পায়,
এমন প্রশ্নের সঠিক উত্তর
দেওয়া বড় দায়।
১৩/০৫/২০১৬
আম কুড়ানো ভয়
___________________
ভোর রাতে আম কুড়াতে
আম গাছের নিচে,
ইচ্ছে মতো আম কুড়ুচ্ছি
পেত্নী ছিলো পিছে।
নাকি সুরে বলে আমায়
একটা আম দিবি,
চমকে উঠে জোড়ে বলি
কেরে আম নিবি?
সাড়াশব্দ নেইকো কোথা
ভাবি মনের ভ্রম
আমের লোভে মত্ত হয়ে
ভুলেছি লাজ শরম।
আম পেয়েছি অনেক
ছোট বড় পাঁকা
কম পাঁকাটা খাব কেটে
করে চাঁকা চাঁকা।
'আমায় দেবে এক ফাঁলি'
আবার কে চায়!
ইয়া বড় পেত্নী মাসী
দাড়িয়ে আছে বায়।
যেই দেখেছি পেত্নীটারে
গা হয়েছে হিম,
আমের হিসেব ভুলে
পড়ে গেলাম ধিম।
আমের সাথে পড়ে আছি
দেখল এসে ফুলি,
ছোট্র ফুলি কষ্ট করে
নিচ্ছে আমায় তুলি।
ফুলি বলে কেরে দিদি
কি হয়েছে তোর,
মাটিতে কেনো শুয়ে থাকো
এখনো আছে ভোর।
১৫/০৫/২০১৬
স্বপন কুমার শর্মা
কুড়িগ্রাম।
----------------------------
আকাশ জুড়ে মেঘের ভেলা
কখনো নামে বৃষ্টি!
শিশুর মনে প্রশ্ন একটাই
কেমনে হয় সৃষ্টি।
গুড় গুড় মেঘের আওয়াজ
কেমন করে ডাকে,
কখনো দেখি হঠাৎ করে
আগুন জ্বলে ফাকে।
আকাশে অই মেঘের দেশে
কে বলো থাকে?
কেমন করে বাদল ঝড়ে
প্রশ্ন করেন মাকে।
হঠাৎ করে আকাশ থেকে
গড়িয়ে পরে জল,
হঠাৎ আবার কোথায় লুকায়
কালো মেঘের দল।
শুন্য আকাশে এত্তো পানি
কোথায় থাকে জমা,
শিশুর মনে এসব প্রশ্নের
উত্তর দেয়না মা।
বৃষ্টির জলে ভিজে বুঝি
সূর্য্যি মামার গা,
তাইতো মামা দেয়না কিরণ
ঠান্ডায় কাঁপে পা।
মাকে বলেন- সূর্য্যি মামাও
আমার মতো কাঁপে,
ভিজলে জলে রাগ করে
কি? তাঁর বাপে।
প্রশ্ন শুনে মায়ের মনে
শুধু হাঁসি পায়,
এমন প্রশ্নের সঠিক উত্তর
দেওয়া বড় দায়।
১৩/০৫/২০১৬
আম কুড়ানো ভয়
___________________
ভোর রাতে আম কুড়াতে
আম গাছের নিচে,
ইচ্ছে মতো আম কুড়ুচ্ছি
পেত্নী ছিলো পিছে।
নাকি সুরে বলে আমায়
একটা আম দিবি,
চমকে উঠে জোড়ে বলি
কেরে আম নিবি?
সাড়াশব্দ নেইকো কোথা
ভাবি মনের ভ্রম
আমের লোভে মত্ত হয়ে
ভুলেছি লাজ শরম।
আম পেয়েছি অনেক
ছোট বড় পাঁকা
কম পাঁকাটা খাব কেটে
করে চাঁকা চাঁকা।
'আমায় দেবে এক ফাঁলি'
আবার কে চায়!
ইয়া বড় পেত্নী মাসী
দাড়িয়ে আছে বায়।
যেই দেখেছি পেত্নীটারে
গা হয়েছে হিম,
আমের হিসেব ভুলে
পড়ে গেলাম ধিম।
আমের সাথে পড়ে আছি
দেখল এসে ফুলি,
ছোট্র ফুলি কষ্ট করে
নিচ্ছে আমায় তুলি।
ফুলি বলে কেরে দিদি
কি হয়েছে তোর,
মাটিতে কেনো শুয়ে থাকো
এখনো আছে ভোর।
১৫/০৫/২০১৬
স্বপন কুমার শর্মা
কুড়িগ্রাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসিফ কবির ১৪/০৬/২০১৬অসাধারণ |
-
গোপেশ দে ০১/০৬/২০১৬ভাল
-
ফাহিম খান ৩০/০৫/২০১৬চমৎকার
-
মোবারক হোসেন ৩০/০৫/২০১৬ভাল
-
দেবজ্যোতিকাজল ২৯/০৫/২০১৬সুন্দর
-
পরশ ২৯/০৫/২০১৬অসাধারণ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৯/০৫/২০১৬গুড মানে সেইরাম!!!