মানুষ যখন পশু হয়
মানুষ যখন পশু হয়
কেমন হয় চেহারা,
কেমন তাদের ছুরত-খানি
দেখেছ কি তোমরা?
মানব যখন দানব সাজে
দেখতে হয় কেমন!
দানব কখনো সেজেছিলো
মানুষ হয় যেমন?
দানব যদি মানব সাজে
মানুষ পায় লজ্জা,
কেমন লাগে মানুষ রুপে
দানবের সাজ-সজ্জা।
মানুষ যখন ভূত হয়
কেমন হয় অন্তর,
কেমন করে বলে তখন
বলে ছু-মন্তর?
মানুষ যখন পশু হয়
পা হয় কি চারটা?
পেছনে বা সামনে থাকে
থাকে লেজ একটা!
নখগুলো কি বাঘের মতো
নাকি ছাগল ভেড়া,
বলতে কি পার মানুষ রুপি
পশু দেখেছ যারা!
হৃদয়টা তার কেমন হয়
জানার বড় ইচ্ছা,
শুনেছি যেমন সিংহ ছিলো
রুপ কথার কেচ্ছা।
গায়ে কি হয় লোম তখন
ইয়া বড় লম্বা,
করে কি সব ডাকা-ডাকি
গরুর মতো হাম্বা।
শিঙ হয় কি মাথায় তাহার
কানের উপর দুটো,
নাকি সিংহের মতো কেশর থাকে
শিংয়ের জায়গা ফুটো।
পশুরও একটা মন থাকে
বলে পশুষত্ব,
মানুষ যখন পশু হয়
হারায় মনুষত্ব।
কেমন হয় চেহারা,
কেমন তাদের ছুরত-খানি
দেখেছ কি তোমরা?
মানব যখন দানব সাজে
দেখতে হয় কেমন!
দানব কখনো সেজেছিলো
মানুষ হয় যেমন?
দানব যদি মানব সাজে
মানুষ পায় লজ্জা,
কেমন লাগে মানুষ রুপে
দানবের সাজ-সজ্জা।
মানুষ যখন ভূত হয়
কেমন হয় অন্তর,
কেমন করে বলে তখন
বলে ছু-মন্তর?
মানুষ যখন পশু হয়
পা হয় কি চারটা?
পেছনে বা সামনে থাকে
থাকে লেজ একটা!
নখগুলো কি বাঘের মতো
নাকি ছাগল ভেড়া,
বলতে কি পার মানুষ রুপি
পশু দেখেছ যারা!
হৃদয়টা তার কেমন হয়
জানার বড় ইচ্ছা,
শুনেছি যেমন সিংহ ছিলো
রুপ কথার কেচ্ছা।
গায়ে কি হয় লোম তখন
ইয়া বড় লম্বা,
করে কি সব ডাকা-ডাকি
গরুর মতো হাম্বা।
শিঙ হয় কি মাথায় তাহার
কানের উপর দুটো,
নাকি সিংহের মতো কেশর থাকে
শিংয়ের জায়গা ফুটো।
পশুরও একটা মন থাকে
বলে পশুষত্ব,
মানুষ যখন পশু হয়
হারায় মনুষত্ব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৬/০৪/২০১৬
-
সফি সুমন ১২/০৩/২০১৬হ্যা অবশ্যই ভালো লাগলো
-
দেবজ্যোতিকাজল ১১/০৩/২০১৬ভাল লাগল
মানুষ পশু হয় মানসিকতায় ।
শারিরীক কোন পরিবর্তন ছাড়াই ।