কষ্টে আছে
কষ্টে আছে,
মোর গায়ের তাল, সুপারীর গাছ
কষ্টে আছে,
সবুজ বনানি পাট ক্ষেত
কষ্টে আছে,
মোর আকাশের নীল তার
ঝাউবনের সবুজ পাতারা।
কষ্টে আছে,
মোর হৃদয় চরের বাসিন্দা
কষ্টে আছে,
কাশ ফুলের বাগান
কষ্টে আছে,
মোর আকাশের উড়ন্ত চিল
জল ভরা আর ভাঙ্গা নদীর তীর।
কষ্টে আছে,
মোর ভরা পুকুরের মাছ
কষ্টে আছে,
মাঠের সবুজ ঘাস
কষ্টে আছে,
মোর বসন্তের কোকিল
মাছ রাঙ্গা আর জলাশয়ের বিল।
কষ্টে আছে,
মোর মাঠের নরম কচি ঘাস
কষ্টে আছে,
সবুজ অরন্যের বাঁশ
কষ্টে আছে,
মোর মেঠো রাখালের বাঁশি
নতুন প্রজন্ম আর খোকা খুকির হাসি।
কষ্টে আছে,
মোর মেঠো পথের গ্রাম
কষ্টে আছে,
পাল তোলা নৌকার মাঝি
কষ্টেে আছে,
মোর হৃদয় মাঠের দূর্বা ঘাস,
মাঘের রোদ আর চৈত্রের বাতাস।
কষ্টে আছে,
মোর আকাশের উড়ন্ত পাখিরা
কষ্টে আছে,
মাঠের পরিশ্রান্ত কৃষক
কষ্টে আছে,
মোর হৃদয়েন ছোট কুড়ে ঘর,
বিতানের মহিষ আর গোয়ালের খড়।
মোর গায়ের তাল, সুপারীর গাছ
কষ্টে আছে,
সবুজ বনানি পাট ক্ষেত
কষ্টে আছে,
মোর আকাশের নীল তার
ঝাউবনের সবুজ পাতারা।
কষ্টে আছে,
মোর হৃদয় চরের বাসিন্দা
কষ্টে আছে,
কাশ ফুলের বাগান
কষ্টে আছে,
মোর আকাশের উড়ন্ত চিল
জল ভরা আর ভাঙ্গা নদীর তীর।
কষ্টে আছে,
মোর ভরা পুকুরের মাছ
কষ্টে আছে,
মাঠের সবুজ ঘাস
কষ্টে আছে,
মোর বসন্তের কোকিল
মাছ রাঙ্গা আর জলাশয়ের বিল।
কষ্টে আছে,
মোর মাঠের নরম কচি ঘাস
কষ্টে আছে,
সবুজ অরন্যের বাঁশ
কষ্টে আছে,
মোর মেঠো রাখালের বাঁশি
নতুন প্রজন্ম আর খোকা খুকির হাসি।
কষ্টে আছে,
মোর মেঠো পথের গ্রাম
কষ্টে আছে,
পাল তোলা নৌকার মাঝি
কষ্টেে আছে,
মোর হৃদয় মাঠের দূর্বা ঘাস,
মাঘের রোদ আর চৈত্রের বাতাস।
কষ্টে আছে,
মোর আকাশের উড়ন্ত পাখিরা
কষ্টে আছে,
মাঠের পরিশ্রান্ত কৃষক
কষ্টে আছে,
মোর হৃদয়েন ছোট কুড়ে ঘর,
বিতানের মহিষ আর গোয়ালের খড়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০৫/২০১৫ভালো লাগলো
-
সাইদুর রহমান ১৬/০৫/২০১৫খুব সুন্দর কবিতা।
-
ডা: মো: রায়হান নবী ১৬/০৫/২০১৫ভালো
-
শাহাদাত হোসেন রাতুল ১৫/০৫/২০১৫কষ্ট নিয়ে লেখটা পড়ে বেশ লাগলো !