www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আন্দোলন মানে

আন্দোলন মানে এখন আর নয় জনতা রক্ষা
আন্দোলন মানে এখন শুধু সৃষ্টি নাশকতা|
আন্দোলন মানে রাজনীতির ব্যাগে গণতন্ত্রকে অগ্নি দাহ
আন্দোলন মানে মিথ্যা চিৎকারে বলা- জাগো বাহে জাগো|
আন্দোলন মানে বার্ন ইউনিটে অসহ্য যন্ত্রনায় তীব্র আকুতি
আন্দোলন মানে দেশ রক্ষার নামে চলে মিথ্যা রাজনীতি|
আন্দোলন মানে আমজনতাকে উপোস রেখে খাদ্য গুদামে দে আগুন
আন্দোলন মানে সহমর্মিতা জানানো নেতাদের মহত মিথ্যা গুন|
আন্দোলন মানে এখন আর জনতার মুক্তি মেলে না
আন্দোলন মানে আজ রাজনীতির ভবিষৎ অজানা|
আন্দোলন মানে নিত্য পন্যের বাজার মুল্য বৃদ্ধি করা
আন্দোলন মানে ব্যবসায়ি নেতাকে কোটিপতি করা|
আন্দোলন মানে আমজনতার মাঝে আতঙ্ক সৃষ্টি
আন্দোলন মানে মজবুত হয় সরকারি ক্ষমতার ভিত্তি|
আন্দোলন মানে কিছু দেশ প্রেমিকের প্রাণ বির্সজন
তথাকথিত দেশরক্ষার নামে চলে মিথ্যা আয়োজন|
আন্দোলন মানে গণতন্ত্র আর ফ্যাসিবাদের সংঘর্ষ
আজ লুন্ঠিত হয় কিছু মুক্তিকামির জনতার আর্দশ |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast