www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবির পকেট শুন্য

বছরের ফেব্রুয়ারী এলে কিছু গল্প
কবিতা কান্নায় ভেঙ্গে পড়ে,
একুশে মেলায় যাবে, এত কিছু বলি
তবুও যাবে বায়না ধরে|
একথা-সেকথা বলে শান্তনা দিয়েছি
পারকরেছি কত বছর,
কিছুতে শান্তনা মানে'না তারা, বলেছে-
আমরা বান্দা আজ নাছর|
মেলায় যাব মেলায় যাব এই পণ
ন'লে আমরন অনশন,
বলি দেশে হরতাল অবরোধে মরে
আগুনে পুড়ে মানুষ জন|
থাকনা এবার নাই'বা গেলাম, তবে
আগামীতে করব আয়োজন,
কে শুনে কার কথা যে, মানে না বারন
কেমনে করব নিবারন|
ভাবেন কবি কিভাবে মেলায় যাবেন
কি করবেন এদের জন্য,
ভাবনায় চলে যাবে বছর হয়তো
কবির পকেট যে শুন্য|
http://m.facebook.com/photo.php?fbid=261448997370931&id=100005174983767&set=a.112319465617219.15286.100005174983767&refid=17
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মিজান রহমান ০৩/০২/২০১৫
    শুভকামনা কবি
  • শ্রাবনের মেঘ ০১/০২/২০১৫
    চমৎকার
  • ০১/০২/২০১৫
    সুন্দর লেখা ।
    শুভেচছা রইল ।
  • ফিরোজ মানিক ০১/০২/২০১৫
    কবির পকেট শূণ্য থাকলেও কবির মনটা সব সময় ভরপুর থাকে। রসে ভরপুর, আবেগে ভরপুর, ভালোবাসায় ভরপুর আরো কত কি! তাই তো কবি সব সময় এতো কথা লিখ যায় অবলীলায়।
  • সবুজ আহমেদ কক্স ০১/০২/২০১৫
    ভালো লাগলো .....................।।ফাইন
  • একান্ত বাস্তব কথা। কবিদের পকেট শূন্যই থাকে।
    • স্বপন শর্মা ০২/০২/২০১৫
      আমার এই কবিতা গুলোর কি হবে? নিজের ইনকাম নেই, বাবার টাকাও নেই, মেলায় যাওয়া হলো না আমার!!
  • আহারে। সত্যি ভাই কবিদের পকেট শুন্য। ভালো লাগলো।
    • স্বপন শর্মা ০২/০২/২০১৫
      আর এই শুন্য পকেট নিয়ে কবিতাগুলোকে আমার এই খেড়ো খাতার পাতা হতে মুক্ত করব কি করে ভাই.....!!
      • যেভাবে এখানে করলেন।
        • স্বপন শর্মা ০২/০২/২০১৫
          এভাবে তো ভার্চুয়াল জগতে থাকলাম, কিন্তু কাগুজে বই আকার পাবার যে বড় সাধ, পারি না পকেট শুন্যতার জন্য|
          আবারও ধন্যবাদ, ভালোথাকার প্রত্যাশায়|
 
Quantcast