বিজয় দিবসে
আমরা আজ স্বাধীন,
সংগ্রামী চেতনায়
বিজয়ের উল্লাস থাকবে মোদের
আনন্দ হাঁসি গান আর
জাতীয় চেতনায়|
কেউ ছুটবে ফুলের তোড়া নিয়ে
কেউ ফেসটুন হাতে,
রঙ্গিন আভায় উদিত হবে সূয্যটা
পূর্ব আকাশে|
সে কোন আগ্রহ আর ব্যাকুলতা
অনেকে হয়তো জানি না
কেন ফিরে আসে এই দিন?
এখনো সেই সব বাঙ্গালী-রাজাকার
ক্ষুদিতের খানা গ্রাসে
রনরোষ নিয়ে আসতে চায়|
প্রতিবাদ হোক আজকের দিনে
বিজয়ের উৎসবে|
সংগ্রামী চেতনায়
বিজয়ের উল্লাস থাকবে মোদের
আনন্দ হাঁসি গান আর
জাতীয় চেতনায়|
কেউ ছুটবে ফুলের তোড়া নিয়ে
কেউ ফেসটুন হাতে,
রঙ্গিন আভায় উদিত হবে সূয্যটা
পূর্ব আকাশে|
সে কোন আগ্রহ আর ব্যাকুলতা
অনেকে হয়তো জানি না
কেন ফিরে আসে এই দিন?
এখনো সেই সব বাঙ্গালী-রাজাকার
ক্ষুদিতের খানা গ্রাসে
রনরোষ নিয়ে আসতে চায়|
প্রতিবাদ হোক আজকের দিনে
বিজয়ের উৎসবে|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১২/২০১৪হোক প্রতিবাদ.............................
-
চূড়ান্ত ১৫/১২/২০১৪ভালো লেগেছে।
-
সাইদুর রহমান ১৫/১২/২০১৪খুব সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা নিবেন। -
অ ১৫/১২/২০১৪সুন্দর হয়েছে ।