একটা কিছুর জন্য
একটা কিছুর জন্য
জনে জনে দ্বারে দ্বরে
দুহাত উজার করে
ছিলাম আছি এখনো
কিছু একটার জন্য....|
বন্ধু স্বজন অনেক দুরে
জীবন জীবিকার ব্যস্ততার ভীরে
হয়তো ভুলেছে মোরে
তবু যাকে পাই বলি তাকে
দিসরে কিছু একটা মোরে
খেয়ে পরে বাঁচি---
কে শুনে কার বানী
ওরা ফিরে যায় ব্যস্ততায়
আর আমি আশার প্রহর গুনি|
সেদি এক অনুজকে বললাম
কিছু একটা দেখিস মোর জন্য
উত্তর পেয়েছি ভাবতে হবে
ভাবতে ভাবতে হয়তো .....ভেবেছে!
আপন বলিতে যারা
তারা আজ অন্য
জীবন নিবার্হে দুহাত বাড়িয়ে থাকি
কিছু একটার জন্য---
রাস্তার ভীক্ষারী সেও ভালো,
ভীক্ষা মাগে..!!
তবুও নয় তার বেকার জীবন|
জনে জনে দ্বারে দ্বরে
দুহাত উজার করে
ছিলাম আছি এখনো
কিছু একটার জন্য....|
বন্ধু স্বজন অনেক দুরে
জীবন জীবিকার ব্যস্ততার ভীরে
হয়তো ভুলেছে মোরে
তবু যাকে পাই বলি তাকে
দিসরে কিছু একটা মোরে
খেয়ে পরে বাঁচি---
কে শুনে কার বানী
ওরা ফিরে যায় ব্যস্ততায়
আর আমি আশার প্রহর গুনি|
সেদি এক অনুজকে বললাম
কিছু একটা দেখিস মোর জন্য
উত্তর পেয়েছি ভাবতে হবে
ভাবতে ভাবতে হয়তো .....ভেবেছে!
আপন বলিতে যারা
তারা আজ অন্য
জীবন নিবার্হে দুহাত বাড়িয়ে থাকি
কিছু একটার জন্য---
রাস্তার ভীক্ষারী সেও ভালো,
ভীক্ষা মাগে..!!
তবুও নয় তার বেকার জীবন|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৬/১২/২০১৪বেকার জীবন কষ্টের জীবন ঠিক, কিন্তু প্রত্যেক চাকুরীজীবিই একদিন বেকার ছিলো।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১২/২০১৪বেকার জীবন অভিসপ্ত। তাই বলে বিষন্ন হয়ার কিছু নেই।
-
রক্তিম ২৮/১১/২০১৪বেশ হলো একটু যন্ত্রনা নিলাম ।ভালো ভাবনা ।