www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথ শিশু

পথের পাশে বসে
শিশুটা শুধু কাঁদে
আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে
কিছু পাবার লোভে
ভালোবাসাও দিচ্ছে না
এখন আগের মতন পাবলিকে|

এখন পায় না পয়সা কড়ি
দেহটা এক শুকনো খড়ি|

ভাঙ্গা থালি হাতে নিয়ে দাঁড়িয়ে
দু মুঠো অন্নের জন্য তীব্র আকুতি
"আমারে দুডা টাহা দেন"
কারো আশীর্বাদ কিম্বা দয়ায়
হয়তো দুমুঠো খায়-
নয়তো দিন শেষে রাতের আধারে
ক্ষুধাতুর পেটটা শুকায়--

চোখ খুলে দেখে না গণতন্ত্র
দেয়না দুমুঠো ভাতের মুলমন্ত্র
জীবন হয় এক কষ্ট বহনের যন্ত্র|

তবুও জীবন চলে অসহ্য যন্ত্রণায়
উপচে পরা দুঃখ নিয়ে--
শ্মশানের কাছাকাছি গিয়ে
মলিন মুখে হাসি ফোটে
সামান্য কিছু পেয়ে|
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৬/১১/২০১৪
    লেখা খুবই ভালো হয়েছে
  • রইসউদ্দিন গায়েন ১৫/১১/২০১৪
    কয়েকটি ভুল বানান চোখে না পড়লে,কবিতাটি আরও বেশি ভাল লাগত! আপনার বিষয়-নির্বাচন প্রশংসনীয়। শুভেচ্ছা রইল!
    • স্বপন শর্মা ১৫/১১/২০১৪
      শ্রদ্ধেয় সুহৃদ ধন্যবাদ, একটু মার্ক করে দিলে খুব ভালো হতো|
      • রইসউদ্দিন গায়েন ১৬/১১/২০১৪
        প্রিয় কবি স্বপন শর্মা,ধন্যবাদ আপনার বানান ভুল-সম্পর্কিত আগ্রহ প্রকাশের জন্য! মার্ক না ক'রে সংশোধিত শব্দগুলি লিখে জানালে আশা করি আপনার বেশি ভাল লাগবে! 'কাঁদে,দাঁড়িয়ে,আশীর্বাদ,আঁধারে,ক্ষুধাতুর,মূলমন্ত্র,যন্ত্রণায়,পড়া,কাছাকাছি,হাসি।'
        ...আপনার কেমন মনে হ'ল অবশ্যই জানাবেন। ভাল থাকুন!
        • স্বপন শর্মা ১৭/১১/২০১৪
          প্রিয় সুহৃদ অবশ্যই গ্রহন করব, এবং সম্পাদনা করে নেব| আশা রাখি আমার প্রতিটি ক্ষুদ্র লেখায় আপনাদের গঠন মুলক সমালোচনায় আমার ক্ষুদ্রভান্ডার পুর্ন করবেন|
  • অনিরুদ্ধ বুলবুল ১৫/১১/২০১৪
    "চোখ খুলে দেখে না গনতন্ত্র
    দেয় না দু'মুঠো ভাতের মূলমন্ত্র
    জীবন হয় এক কষ্ট বহনের যন্ত্র" - বেশ ভাল লেগেছে।

    অভিনন্দন কবিকে।
  • একনিষ্ঠ অনুগত ১৫/১১/২০১৪
    সুন্দর লেখা পথশিশুদের নিয়ে।। তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিৎ।
    • স্বপন শর্মা ১৫/১১/২০১৪
      হ্যাঁ, অনেক কিছু উচিত কিন্তু পারিনা, অজানা কারনে...ধন্যবাদ তাদের প্রতি সহানুভুতির জন্য
 
Quantcast