শিরোনাম নেই এ লেখায়
___________১______________
আমি এখন আর কাউকে না ডরাই
একাই ভাঙ্গতে পারি লোহার কড়াই|
___________২______________
আমি এখন তোকেই বিশ্বাস করি
তুই কিনা আমায় ছেড়ে, পূজিস হরি!
_____________৩______________
আমায় বাধা দিস নারে তোরা সকল
আমি একাই ভাঙ্গব লোহার শিকল|
____________________স্বপন শর্মা,
05-11-2014
আমি এখন আর কাউকে না ডরাই
একাই ভাঙ্গতে পারি লোহার কড়াই|
___________২______________
আমি এখন তোকেই বিশ্বাস করি
তুই কিনা আমায় ছেড়ে, পূজিস হরি!
_____________৩______________
আমায় বাধা দিস নারে তোরা সকল
আমি একাই ভাঙ্গব লোহার শিকল|
____________________স্বপন শর্মা,
05-11-2014
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ০৬/১১/২০১৪
-
নির্জন ০৬/১১/২০১৪আমি এখন আর কাউকে না ডরাই,
একাই ভাঙ্গতে পারি লোহার কড়াই। হা হা হা... অনেক মজা পাইলাম। ধন্যবাদ। -
মুহা, লুকমান রাকীব ০৬/১১/২০১৪বাহ্ বেশ চমৎকার হয়েছে কবি!!
কবিদের এমন হাজারো কাব্যাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলো জড়ো করে কম্পাইল করলেই এক একটা কবিতা।