www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিমু

আপনাকে বলছিলাম--হুমায়ুন আহমেদ স্যার,
এখন হিমুকে আমার অতি ভিষন দরকার|
হিমুকে পাব ভেবে ঢাকায় গেলাম বেশ ক'বার
কোথাও আজ আর আমি দেখা পেলাম না তার|
রাতের ঢাকায় জিজ্ঞাসিলাম যত ছিল নিশাচরী
ঢাকার অলি-গলি খুঁজলাম সবই ঘুরি-ফিরি|
কত রাত জেগে আলোয় আঁধারে খুঁজলাম তারে
কোথাও পেলাম না খুঁজে আমি এই ঢাকা শহরে|

আপনাকে বলছিলাম স্যার
যদি কখনো দেখা হয় তার
আমার কথা বলবেন একবার|

হিমুর কাছে আমি অনেক ঋণী
তার কাছে প্রথম এসব জানি-
পকেটহীন জামা কিভাবে পরতে হয়
জেনেছি কিভাবে দূর হয় রাতের ভয়|

হিমুর কাছে আমি প্রথম শিখেছি নিরন্ন থাকা
তার কাছে প্রথম শিখেছি স্বার্থহীন ভালোবাসা|
শিখেছি একা নিঃসঙ্গ পথ চলা রাতের আধারে
শিখেছি হলুদ পাঞ্জাবী পরতে হয় কি করে|
প্রথম জেনেছি শীতে হলুদ ফতুয়ার উষ্ণতা
তার চোখে দেখেছি ঢাকা শহর কখন হয় ফাঁকা|
তাকে দেখে বুঝেছিলাম বাউন্ডুলে কাকে বলে
কিভাবে রাত কাটাতে হয় পার্কে বা রাস্তার ধারে|
স্যার এসব কিছু যে তার কাছেই শিখেছিলাম
একটিবার মাত্র একটিবার জানাব তাকে ছালাম|
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হিমু আমাকেও দারুণভাবে তাড়িত করতো কবি। কবিতাটি ভালো লাগলো। কিছু বানান ঠিক করে নিন।

    খুজে > খুঁজে
    আধার> আঁধার
    জিজ্ঞাসীলাম> জিজ্ঞাসিলাম
    ছালাম> সালাম
    • স্বপন শর্মা ০৩/১১/২০১৪
      ধন্যবাদ ভালো থাকবেন, আমি আপনার মতো গঠন মুলক সমালোচককে সাধুবাদ জানাই, আপনার অনেক প্রয়োজন আমার, আমার লেখাতে যে কোন গঠন মুলক আলোচনার জন্য অনুরোধ করব........
  • হিমু আমার খুবই প্রিয় এক চরিত্র। আমি হিমুর দারুণ ভক্ত। আর হিমু কে নিয়ে লেখা কবিতা পড়ে আপনার ভক্ত হয়ে গেলাম ।
  • রুপা একা জানালায় এখনো জানে না সে হায় হিম আর কোনো কোনোদিন আসবে না। হিমু কে আমি অনেক মিস করি।
 
Quantcast