বেকার জীবন
ঠিক বৃক্ষের মতন, শিকড়হীন বৃক্ষ যেমন
স্বর্ন লতা, তার চেয়ে আগাছা বলাই শ্রেয়
শত করা শত ভাগ ঠিক| একটা বেকার জীবন।
তবুও বহাল তবিয়তে চলা ফেরা
এক দিন আসবে সময় দুর ভবিষ্যতে--
এমন গোটা কয়েক স্বপ্ন নিয়ে জীবনটা গড়া
তার পর কেউ পেয়ে যাবে ফ্ল্যাট বাড়ী
কিংবা নতুন স্বপ্ন ফেক্সিলোড হবে|
আবার অনেকে বেকারত্ব ঘোচাবে গলায় জড়িয়ে রশি|
আসলে এটা অসহ্য যন্ত্রনার মতন
যেন অন্তজ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর
আবার বহু জলেও হয় না নির্বান
বেকার জীবনটা ঠিক যেন এরকম।
স্বর্ন লতা, তার চেয়ে আগাছা বলাই শ্রেয়
শত করা শত ভাগ ঠিক| একটা বেকার জীবন।
তবুও বহাল তবিয়তে চলা ফেরা
এক দিন আসবে সময় দুর ভবিষ্যতে--
এমন গোটা কয়েক স্বপ্ন নিয়ে জীবনটা গড়া
তার পর কেউ পেয়ে যাবে ফ্ল্যাট বাড়ী
কিংবা নতুন স্বপ্ন ফেক্সিলোড হবে|
আবার অনেকে বেকারত্ব ঘোচাবে গলায় জড়িয়ে রশি|
আসলে এটা অসহ্য যন্ত্রনার মতন
যেন অন্তজ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর
আবার বহু জলেও হয় না নির্বান
বেকার জীবনটা ঠিক যেন এরকম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/১০/২০১৪ভাল লাগল খুব।
-
মল্লিকা রায় ২৭/১০/২০১৪পাগলেরাও তো বেকার কিন্তু একটাই অন্তরায় বোধশক্তি নাই---তথাত্ এটাই।
-
একনিষ্ঠ অনুগত ২৬/১০/২০১৪বেকারত্ব মানেই অসহায়ত্ব...
-
মনিরুজ্জামান শুভ্র ২৬/১০/২০১৪ভাল হয়েছে।
-
বেনামী পত্তনদার ২৬/১০/২০১৪এইরকম অনুভূতির মধ্যে দিয়ে সবাই পার হয়
-
মুহা, লুকমান রাকীব ২৬/১০/২০১৪বেশ ভাল। তবে বেকারত্ব ইচ্ছে করে কে থাকতে চাই।।।
শুভ কামনা রইল। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/১০/২০১৪বেকারত্ব আসলেই কঠিন।
-
সুরজিৎ সী ২৬/১০/২০১৪চমৎকার লেখা!
-
অনিরুদ্ধ বুলবুল ২৬/১০/২০১৪আহ্, আক্রার বাজারে একটা নতুন ব্যবসার সন্ধান মিললো - 'নতুন স্বপ্নের ফ্ল্যাক্সিলোড'! চমৎকার ব্যবসা হবে এবার!
শর্মাজি এমন সুন্দর একটা আইডিয়া দেয়ার জন্য ধন্যবাদ। ব্যবসায় আপনিও 'স্বপন পার্টনার' থাকছেন কিন্তু।