www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেকার জীবন

ঠিক বৃক্ষের মতন, শিকড়হীন বৃক্ষ যেমন
স্বর্ন লতা, তার চেয়ে আগাছা বলাই শ্রেয়
শত করা শত ভাগ ঠিক| একটা বেকার জীবন।

তবুও বহাল তবিয়তে চলা ফেরা
এক দিন আসবে সময় দুর ভবিষ্যতে--
এমন গোটা কয়েক স্বপ্ন নিয়ে জীবনটা গড়া
তার পর কেউ পেয়ে যাবে ফ্ল্যাট বাড়ী
কিংবা নতুন স্বপ্ন ফেক্সিলোড হবে|

আবার অনেকে বেকারত্ব ঘোচাবে গলায় জড়িয়ে রশি|
আসলে এটা অসহ্য যন্ত্রনার মতন
যেন অন্তজ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর
আবার বহু জলেও হয় না নির্বান
বেকার জীবনটা ঠিক যেন এরকম।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল খুব।
  • মল্লিকা রায় ২৭/১০/২০১৪
    পাগলেরাও তো বেকার কিন্তু একটাই অন্তরায় বোধশক্তি নাই---তথাত্ এটাই।
    • স্বপন শর্মা ২৭/১০/২০১৪
      কোনো কর্ম জানা আছে কিন্তু কর্মসংস্থান নেই কেবল মাত্র তখনি ঐ কর্মজানা ব্যক্তিটিকে বেকার বলা যায়| প্রিয় সুহৃদ আপনার পাগলগুলো কি এরকম যে তাদেরকে বেকার বলব...?
      আন্তরিক ধন্যবাদ ভালোবাসা ও হেমন্তের শুভেচ্ছা নিবেন|
  • একনিষ্ঠ অনুগত ২৬/১০/২০১৪
    বেকারত্ব মানেই অসহায়ত্ব...
  • ভাল হয়েছে।
  • বেনামী পত্তনদার ২৬/১০/২০১৪
    এইরকম অনুভূতির মধ্যে দিয়ে সবাই পার হয়
  • বেশ ভাল। তবে বেকারত্ব ইচ্ছে করে কে থাকতে চাই।।।
    শুভ কামনা রইল।
    • স্বপন শর্মা ২৭/১০/২০১৪
      কেউ থাকতে চাই না কিন্তু বাধ্য হই বেকারত্বের অভিশাপ বহন করতে,
      ভালো থাকবেন এবং হেমন্তের শুভেচ্ছা নিবেন|
  • বেকারত্ব আসলেই কঠিন।
  • সুরজিৎ সী ২৬/১০/২০১৪
    চমৎকার লেখা!
  • অনিরুদ্ধ বুলবুল ২৬/১০/২০১৪
    আহ্, আক্রার বাজারে একটা নতুন ব্যবসার সন্ধান মিললো - 'নতুন স্বপ্নের ফ্ল্যাক্সিলোড'! চমৎকার ব্যবসা হবে এবার!

    শর্মাজি এমন সুন্দর একটা আইডিয়া দেয়ার জন্য ধন্যবাদ। ব্যবসায় আপনিও 'স্বপন পার্টনার' থাকছেন কিন্তু। :)
 
Quantcast