বর্তমান
ঃ বর্তমানঃ
-----------------------স্বপন শর্মা
আইবুড়ো জেঠা মশাই
তিনি আমাদের ছাত্র নেতা,
চির কুমার----!!
হ্যাঁ, ভাই চির কুমার
তিনি আবার শত সন্তানের পিতা,
যা দেখবার তাই দেখছি।
কাজের বুয়া খুজতে গিয়ে
শিক্ষিত টাকে ধরি---
গন্ড মূর্খটা কে আমরাই আবার
সাংসদ নির্বাচিত করি,
ফলে যা পাবার তা পাচ্ছি।
আগে-পরে ভাবছি না এখন
বর্তমানেই ব্যস্ত
ঘুম হতে উঠে দেখি
সূর্য্য গেছে অস্ত।
পতিতালয় ফেরত যিনি
সৎ সঙ্গের নেত্রী তিনি
লালনের ভাবধারাতে
এখন যা শুনবার তাই শুনছি।
©©©©©©©©©©©©©©©©©©©
তারিখঃ ০৫/০৪/২০১৪ইং
-----------------------স্বপন শর্মা
আইবুড়ো জেঠা মশাই
তিনি আমাদের ছাত্র নেতা,
চির কুমার----!!
হ্যাঁ, ভাই চির কুমার
তিনি আবার শত সন্তানের পিতা,
যা দেখবার তাই দেখছি।
কাজের বুয়া খুজতে গিয়ে
শিক্ষিত টাকে ধরি---
গন্ড মূর্খটা কে আমরাই আবার
সাংসদ নির্বাচিত করি,
ফলে যা পাবার তা পাচ্ছি।
আগে-পরে ভাবছি না এখন
বর্তমানেই ব্যস্ত
ঘুম হতে উঠে দেখি
সূর্য্য গেছে অস্ত।
পতিতালয় ফেরত যিনি
সৎ সঙ্গের নেত্রী তিনি
লালনের ভাবধারাতে
এখন যা শুনবার তাই শুনছি।
©©©©©©©©©©©©©©©©©©©
তারিখঃ ০৫/০৪/২০১৪ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/১০/২০১৪অনবদ্য
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৩/১০/২০১৪বাহ দারুন।
-
মাটির মানুষ ২৩/১০/২০১৪বাস্তবতা স্পষ্ট
-
একনিষ্ঠ অনুগত ২৩/১০/২০১৪হুম... ভালো লিখেছেন...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১০/২০১৪বদলাতে হবে নিজেকে তবেই বদলাবে বর্তমান তবেই বদলাবে সব।সুন্দর লেখা।
-
অনিরুদ্ধ বুলবুল ২৩/১০/২০১৪যথার্থই বলেছেন।
সব জেনে বুঝেই আমরা সব করছি, সব মেনে নিচ্ছি।
জানি, এ সমাজ বদলানো দরকার কিন্তু কিভাবে? মনে হয় নিজে থেকেই শুরু করি?