ঈদ আনন্দ
ঈদ আনন্দ
~~~~~~~~~~~~~~~~~স্বপন শর্মা
নিপাত যাক পশুত্ব ভাব,
জেগে উঠুক মনুষ্যত্বের স্বভাব
মানব প্রিতির ঘুচুক অভাব|
এই যদি হয় ঈদ আনন্দ
তবে কোনটা তোমাদের নিরানন্দ?
আনন্দ কর পশু মেরে
পশুরা এসমাজে দিব্যি চলে|
নিজের পাঁচা নিজে চুলকিয়ে বলে
শান্তি শান্তি ওরা নাকি শান্তি আনবে ঘরে ঘরে|
কেউ ছুরি কেউ দড়ি
পশুর সঙ্গেঁ চলছে হুরোহুড়ি|
তারপর তৃপ্তির ঢেকুর বিজয়ের উল্লাসে
আমার প্রশ্ন ছিল নিরানন্দ কাকে বলে?
কোরবানীর পশুর মতো
নিজের পশুত্ব যদি কোরবানী হতো
তখন কি কেউ জিজ্ঞাত আমার মতো
কাকে বলে নিরানন্দ?
শারদ প্রাতে এই প্রার্থনা, ঘুচুক সকল দ্বন্দ
আনন্দ আসুক সবার ঘরে ঘরে ঈদের আনন্দ|
~~~~~~~~~~~~~~~~~স্বপন শর্মা
নিপাত যাক পশুত্ব ভাব,
জেগে উঠুক মনুষ্যত্বের স্বভাব
মানব প্রিতির ঘুচুক অভাব|
এই যদি হয় ঈদ আনন্দ
তবে কোনটা তোমাদের নিরানন্দ?
আনন্দ কর পশু মেরে
পশুরা এসমাজে দিব্যি চলে|
নিজের পাঁচা নিজে চুলকিয়ে বলে
শান্তি শান্তি ওরা নাকি শান্তি আনবে ঘরে ঘরে|
কেউ ছুরি কেউ দড়ি
পশুর সঙ্গেঁ চলছে হুরোহুড়ি|
তারপর তৃপ্তির ঢেকুর বিজয়ের উল্লাসে
আমার প্রশ্ন ছিল নিরানন্দ কাকে বলে?
কোরবানীর পশুর মতো
নিজের পশুত্ব যদি কোরবানী হতো
তখন কি কেউ জিজ্ঞাত আমার মতো
কাকে বলে নিরানন্দ?
শারদ প্রাতে এই প্রার্থনা, ঘুচুক সকল দ্বন্দ
আনন্দ আসুক সবার ঘরে ঘরে ঈদের আনন্দ|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১০/১০/২০১৪পশুত্ব স্বভাব নিপাত যাক। মনুষত্ব বৃদ্ধি পাক।
-
ইমন শরীফ ০৮/১০/২০১৪Darun! Chomotkar
-
স্বপন রোজারিও(১) ০৬/১০/২০১৪খুব সুন্দর হয়েছে। ঈদের শুভেচ্ছা।