চলে আয়
চলে আয়, মিথ্যা পথে
গোপন রথে, আমার মতে--
ছেরে দে সত্য কথা
সহজ সরল আর সততা।
লোক ঠকিয়ে হ বড় লোক।
মানবে সমাজ জানাবে সালাম
বলবে তোমায় 'মহাশয়' নয়তো জনাব।
যদি থাকে তোমার টাকা
চিনবে তোমায় সকল জনতা,
তুমি হবে হর্তা কর্তা-আবার,
এই সমাজের ভাগ্য বিধাতা।
তুমি আবার সকল কিছু
দিনকে রাত বানাবে
রাতের বেলায় সুর্য উঠাবে,
যদি তুমি আসতে পার সেই পথে|
ধরতে পার আমার মতে
তবে তোমার হাতের মুঠোয় সংবিধান
লাগবেনা সংশোধন
তুমি যদি ইচ্ছা কর।
গোপন রথে, আমার মতে--
ছেরে দে সত্য কথা
সহজ সরল আর সততা।
লোক ঠকিয়ে হ বড় লোক।
মানবে সমাজ জানাবে সালাম
বলবে তোমায় 'মহাশয়' নয়তো জনাব।
যদি থাকে তোমার টাকা
চিনবে তোমায় সকল জনতা,
তুমি হবে হর্তা কর্তা-আবার,
এই সমাজের ভাগ্য বিধাতা।
তুমি আবার সকল কিছু
দিনকে রাত বানাবে
রাতের বেলায় সুর্য উঠাবে,
যদি তুমি আসতে পার সেই পথে|
ধরতে পার আমার মতে
তবে তোমার হাতের মুঠোয় সংবিধান
লাগবেনা সংশোধন
তুমি যদি ইচ্ছা কর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।