তুমিও ভুলেছ
অতীত স্মৃতি আজ আমার ভাগ্য রেখা|
টিপটাপ বৃষ্টি চুপচাপ ঘরে একা,
ভাবছি বহুদিন তোমার নেই দেখা
তুমি হীন আমি আজ খুব বড় একা;
এখন শরতে বর্ষার বাদল ঝড়ে
তুমি কি আসতে পারনা নিয়ম ছেড়ে?
কাঁশফুলও নুয়ে আছে বৃষ্টির তোড়ে
আজও ভাবছ বুঝি সব দোষ মোরে|
শরতের শিশিরে ভীজেনা দূর্বা ঘাস,
এখনো ছাড়িনী তোমায় পাবার আশ;
সবকিছুর পরিবর্তন প্রয়োজনে
তুমিও অটল শুধু তোমার নিয়মে;
অহর্নিশি মগ্ন আমি এখনো তোমাতে
জানি তুমিও ভুলে আছ আজ আমাকে|
টিপটাপ বৃষ্টি চুপচাপ ঘরে একা,
ভাবছি বহুদিন তোমার নেই দেখা
তুমি হীন আমি আজ খুব বড় একা;
এখন শরতে বর্ষার বাদল ঝড়ে
তুমি কি আসতে পারনা নিয়ম ছেড়ে?
কাঁশফুলও নুয়ে আছে বৃষ্টির তোড়ে
আজও ভাবছ বুঝি সব দোষ মোরে|
শরতের শিশিরে ভীজেনা দূর্বা ঘাস,
এখনো ছাড়িনী তোমায় পাবার আশ;
সবকিছুর পরিবর্তন প্রয়োজনে
তুমিও অটল শুধু তোমার নিয়মে;
অহর্নিশি মগ্ন আমি এখনো তোমাতে
জানি তুমিও ভুলে আছ আজ আমাকে|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আর. কে. (র্নিবাক আমি) ৩০/০৯/২০১৪বেশ ভাল লাগল ।।