আদিম বসন খোলো
মাটির গভীর থেকে উবে আসা জল
পারমানবিক চৌম্বক চুম্বন
কতদিন রাখবে পুষে হে নির্মল ধরণী
এবার তোমার আসল বসন খোলো
তোমর ভেতর কত নাম না জানা
আদিম জীবাস্ম, অসূর্যস্পর্শা নারীর
মতন দুমড়ে মুচড়ে পড়ে আছে
ঘুমিয়ে আছে গভীরে ঠিক যেন
অপ্রকাশিত কবিতার মতন
ওগো কবি এবার লেখো
তোমার আসল কবিতাখানি।
পারমানবিক চৌম্বক চুম্বন
কতদিন রাখবে পুষে হে নির্মল ধরণী
এবার তোমার আসল বসন খোলো
তোমর ভেতর কত নাম না জানা
আদিম জীবাস্ম, অসূর্যস্পর্শা নারীর
মতন দুমড়ে মুচড়ে পড়ে আছে
ঘুমিয়ে আছে গভীরে ঠিক যেন
অপ্রকাশিত কবিতার মতন
ওগো কবি এবার লেখো
তোমার আসল কবিতাখানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩চমৎকার লিখেছেন।
-
মাধব কুমার সরকার ২৭/১০/২০১৩অসাধারন ।