www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্লু -ব্ল্যাক বোরকা

আজও সেই নারী
বেদম প্রহারের কথা পারেনা ভুলতে,
তার কমলা রোয়ার মতো
ঠোঁটজোড়া দেখে কোন এক
ভোরের পাখি গেয়েছিল গান
এই তার অপরাধ,
তাইতো সে আজ ফেরেশতার মৃত্যুর পরও
কী এক অবনত ভীত শ্রদ্ধায়
সমগ্র ভুবনটাকে রাখে ঢেকে
ব্লু ব্ল্যাক বোরখায়,
স্রোতসীনি নদীর জল
তার নিঃশ্বাসের সুড়ঙ্গকে আর
পারবেনা ছুঁতে
ভ্যান গগ্- ভিঞ্চির পোট্রেট ভুবন থাকবে শূন্য
তীব্র বাতাসে পত্পত্ করে উড়বে কেবল
ব্লু-ব্ল্যাক বোরখা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লিখেছেন।সুন্দর বর্ননা।রয়েছে ভাষাগত দক্ষতা।মোটামুটি কবিতা হিসেবে অবশ্যই ভালো।তবে বুঝতে পারলাম না এটা কি ধিক্কার জাতীয় কবিতা? আসলে তেমন ভালো পাঠক নই বলে পাঠ উদ্ধার করতে পারছি না।
    • স্বপঞ্জয় চৌধুরী ১৯/১০/২০১৩
      এখানে সমাজে নারীর বন্দিদশাকে বোঝানো হয়েছে। বিশেষ করে গোড়ামি ও মৌলবাদের বিপক্ষে নারীর মুক্তির কথা বলা হয়েছে। নারী পরুষ কতৃক কিভাবে শোষিত হচ্ছে তাও এখানে বোঝানো হয়েছে। নারী বেড়িয়ে আসবে আধুনিক বিশ্ব গড়তে একজন মানুষ হিসেবে, নারী হিসেবে নয়।
 
Quantcast