ব্লু -ব্ল্যাক বোরকা
আজও সেই নারী
বেদম প্রহারের কথা পারেনা ভুলতে,
তার কমলা রোয়ার মতো
ঠোঁটজোড়া দেখে কোন এক
ভোরের পাখি গেয়েছিল গান
এই তার অপরাধ,
তাইতো সে আজ ফেরেশতার মৃত্যুর পরও
কী এক অবনত ভীত শ্রদ্ধায়
সমগ্র ভুবনটাকে রাখে ঢেকে
ব্লু ব্ল্যাক বোরখায়,
স্রোতসীনি নদীর জল
তার নিঃশ্বাসের সুড়ঙ্গকে আর
পারবেনা ছুঁতে
ভ্যান গগ্- ভিঞ্চির পোট্রেট ভুবন থাকবে শূন্য
তীব্র বাতাসে পত্পত্ করে উড়বে কেবল
ব্লু-ব্ল্যাক বোরখা।
বেদম প্রহারের কথা পারেনা ভুলতে,
তার কমলা রোয়ার মতো
ঠোঁটজোড়া দেখে কোন এক
ভোরের পাখি গেয়েছিল গান
এই তার অপরাধ,
তাইতো সে আজ ফেরেশতার মৃত্যুর পরও
কী এক অবনত ভীত শ্রদ্ধায়
সমগ্র ভুবনটাকে রাখে ঢেকে
ব্লু ব্ল্যাক বোরখায়,
স্রোতসীনি নদীর জল
তার নিঃশ্বাসের সুড়ঙ্গকে আর
পারবেনা ছুঁতে
ভ্যান গগ্- ভিঞ্চির পোট্রেট ভুবন থাকবে শূন্য
তীব্র বাতাসে পত্পত্ করে উড়বে কেবল
ব্লু-ব্ল্যাক বোরখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৯/১০/২০১৩চমৎকার লিখেছেন।সুন্দর বর্ননা।রয়েছে ভাষাগত দক্ষতা।মোটামুটি কবিতা হিসেবে অবশ্যই ভালো।তবে বুঝতে পারলাম না এটা কি ধিক্কার জাতীয় কবিতা? আসলে তেমন ভালো পাঠক নই বলে পাঠ উদ্ধার করতে পারছি না।