অমরাবতী
খেয়াঘাটে কেউ নেই
সমুখে অমরাবতী নদী
দূরে...বহেুদূরে সদ্য গোজানো
নাকফুলের মতো জ্বলছে
একটি কুপির আলো;
মাঝখানে কেবল
ঢেউ আর ঢেউ
কোথাও কেউ নেই
সমুখে অমরাবতী নদী।
সমুখে অমরাবতী নদী
দূরে...বহেুদূরে সদ্য গোজানো
নাকফুলের মতো জ্বলছে
একটি কুপির আলো;
মাঝখানে কেবল
ঢেউ আর ঢেউ
কোথাও কেউ নেই
সমুখে অমরাবতী নদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ১৮/১০/২০১৩জীবনের সুন্দর গান
-
ওয়াছিম ১৮/১০/২০১৩খুব ছোট একটা কবিতা, কবিতার অর্থ খুজলাম কিছুক্ষন ধরে, খুব বড় একটা অর্থ দাড়ায় তার।