ছায়ামানব
জলহীন খরেস্রাতা নদী তুমি
একবুক সবুজ হৃদয় নিয়ে
আছো ঠায় দাঁড়িয়ে;
জড়িয়ে শিশিরের হিমেল স্নিগ্ধতা,
তোমার জন্য রাত জেগে মহাকাব্য লিখি
সেলফিস নগরের দ্বার ঘেঁষে হেটে যাই দূরে
আলোকিত তবু অন্ধকারের মতো চিরকাল
কী এক অবনত কাতরতা বুকের ভেতর
বাস করে আমার; একি আমি নাকি
আমারই মতো কোন ছায়ামানব।
একবুক সবুজ হৃদয় নিয়ে
আছো ঠায় দাঁড়িয়ে;
জড়িয়ে শিশিরের হিমেল স্নিগ্ধতা,
তোমার জন্য রাত জেগে মহাকাব্য লিখি
সেলফিস নগরের দ্বার ঘেঁষে হেটে যাই দূরে
আলোকিত তবু অন্ধকারের মতো চিরকাল
কী এক অবনত কাতরতা বুকের ভেতর
বাস করে আমার; একি আমি নাকি
আমারই মতো কোন ছায়ামানব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর শওকত ১৭/১০/২০১৩চমৎকার আবেগ জড়িত কবিতা। খুবই ভালো লেগেছে। ধন্যবাদ কবি।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩চমৎকার গভীর আবেগের কবিতা।খুন সুন্দর হয়েছে।ভালো লাগলো।ধন্যবাদ এবং সেই সাথে শুভেচ্ছা।