অচল টাকা (অক্ষর সোপান কাব্য )
অচল টাকা
সচল হবে কী
আমরাও বাতিল
লাভ নেই বেঁচে থেকে
জীবনটা শুধুই ফাঁকা।
ধূসর গোধূলি পথ
শরীরটা কঙ্কাল
অভুক্ত পৃথিবী
মানুষ বোকা!
****
সচল হবে কী
আমরাও বাতিল
লাভ নেই বেঁচে থেকে
জীবনটা শুধুই ফাঁকা।
ধূসর গোধূলি পথ
শরীরটা কঙ্কাল
অভুক্ত পৃথিবী
মানুষ বোকা!
****
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ৩১/১০/২০২১অস্থির শূণ্যতা
-
সুব্রত ভৌমিক ২৯/১০/২০২১কবি অস্থা হারাবেন না
অচলতার বাইরে পৃথিবীও নেই।
*********
সুন্দর মনের কথা বলেছেন কবিতায়।
শুভেচ্ছা রইল। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/১০/২০২১ভালো