মধ্যবিত্ত
মাথার উপর বন্ধ পাখা
কোথাও নেই শান্তি
বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে
শরীরে আসছে ক্লান্তি।
নড়ছে নাতো গাছের পাতা
সামনে দুরূহ জীবন
শুকনো মুখে তাকিয়ে দেখি
আসছে নিকটে মরণ।
বাজার আগুন সবজি মাছে
খাবে শাকের পাতা
এমনি করে বাঁচতে হবে
নইলে বন্ধ খাতা!
অস্থির সময় নাকাল মানুষ
আমরা যে মধ্যবিত্ত
দুদিন পরে পাবেনা কিছুই
সবাই যেন ভৃত্য!
খেটে খাওয়া মানুষ মরে
হাসিও নাকি নকল
হৃদয়ে লুকিয়ে মরা রোদ্দুর
কোন্ মুখটা অসল!
*******
কোথাও নেই শান্তি
বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে
শরীরে আসছে ক্লান্তি।
নড়ছে নাতো গাছের পাতা
সামনে দুরূহ জীবন
শুকনো মুখে তাকিয়ে দেখি
আসছে নিকটে মরণ।
বাজার আগুন সবজি মাছে
খাবে শাকের পাতা
এমনি করে বাঁচতে হবে
নইলে বন্ধ খাতা!
অস্থির সময় নাকাল মানুষ
আমরা যে মধ্যবিত্ত
দুদিন পরে পাবেনা কিছুই
সবাই যেন ভৃত্য!
খেটে খাওয়া মানুষ মরে
হাসিও নাকি নকল
হৃদয়ে লুকিয়ে মরা রোদ্দুর
কোন্ মুখটা অসল!
*******
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০৬/২০২০অসাধারণ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৬/২০২০মধ্যবিত্ত জীবনের গল্প।
-
ফয়জুল মহী ২৭/০৬/২০২০Osadaron
-
Md. Rayhan Kazi ২৭/০৬/২০২০অসাধারণ লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৬/২০২০সুন্দর লিখেছেন প্রিয় কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৬/২০২০ভালো