মুক্তির গান
দীন দরিদ্র অনাথ আতুরকে
দেখছে অনেক লোক
দু'মুঠো অন্ন দিয়ে তাদের
ভোলাবে কঠিন শোক?
জন্ম মৃত্যু মোদের হাতে
দেয়নি বিশ্ব প্রভু
তাঁহার আশিষে মানব জনম
ভুলিনা যেন কভু।
মেঘলা আকাশ কতই ভাবি
দেখাও প্রভু পথ
বিপদ আপদ হলেই তিনি
দেবেন মোদের সাথ!
কান্না লিখি ব্যথার আঁচলে
দাওনা হৃদয়ে হাসি
বিশ্ব ভুবন রাখো সুখে
আমরা যে দাসদাসী।
দুমুঠো অন্ন যোগাও প্রভু
তুমিই বিশ্ব পিতা
একটু হাসি তোমার দয়ায়
মোদের তুমি ত্রাতা।
জীবন আলোকে মুক্তির গান
মোছাও চোখের জল
দীন দরিদ্র তোমারও সন্তান
নেইতো কোনো ছল।
********
দেখছে অনেক লোক
দু'মুঠো অন্ন দিয়ে তাদের
ভোলাবে কঠিন শোক?
জন্ম মৃত্যু মোদের হাতে
দেয়নি বিশ্ব প্রভু
তাঁহার আশিষে মানব জনম
ভুলিনা যেন কভু।
মেঘলা আকাশ কতই ভাবি
দেখাও প্রভু পথ
বিপদ আপদ হলেই তিনি
দেবেন মোদের সাথ!
কান্না লিখি ব্যথার আঁচলে
দাওনা হৃদয়ে হাসি
বিশ্ব ভুবন রাখো সুখে
আমরা যে দাসদাসী।
দুমুঠো অন্ন যোগাও প্রভু
তুমিই বিশ্ব পিতা
একটু হাসি তোমার দয়ায়
মোদের তুমি ত্রাতা।
জীবন আলোকে মুক্তির গান
মোছাও চোখের জল
দীন দরিদ্র তোমারও সন্তান
নেইতো কোনো ছল।
********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৬/২০২০চমৎকার লেখনীশৈলী।
-
Md. Rayhan Kazi ২৬/০৬/২০২০অনিদ্র লেখনশৈলী
-
ফয়জুল মহী ২৬/০৬/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী ।