কত্তা গিন্নি ( ছড়া )
কত্তা এখন হয়েছে রাঁধুনি
গিন্নি খাটে শুয়ে
এমন সুযোগ পাবে কদিন
মেরুদণ্ড যাবে নুয়ে?
কাজের মেয়ে আসেনি কাজে
ট্রেন চলাচল বন্ধ
বাসন মেজে কাটছে সময়
এসব নয় মন্দ!
যায়না কাজে কত্তা মশাই
বাড়ছে পেটের ভুঁড়ি
গিন্নি রেগে চিল্লে কয়
খাবে শুধুই মুড়ি।
গাড়ির চাকা ছুটবে কবে
খুলবে কবে সব
আর পারিনা এদের জ্বালায়
গিন্নি করে রব!
স্কুল কলেজ অফিস কাছারি
দিয়েছে ছুটি সবাই
সব দেবালয়ে ঝুলছে তালা
মানুষ হচ্ছে জবাই!
জানালা দিয়ে আকাশ দেখা
নয়তো এটা জীবন
এমন বাঁচা চাইনি কেউই
দাওনা প্রভু মরণ।
*******
গিন্নি খাটে শুয়ে
এমন সুযোগ পাবে কদিন
মেরুদণ্ড যাবে নুয়ে?
কাজের মেয়ে আসেনি কাজে
ট্রেন চলাচল বন্ধ
বাসন মেজে কাটছে সময়
এসব নয় মন্দ!
যায়না কাজে কত্তা মশাই
বাড়ছে পেটের ভুঁড়ি
গিন্নি রেগে চিল্লে কয়
খাবে শুধুই মুড়ি।
গাড়ির চাকা ছুটবে কবে
খুলবে কবে সব
আর পারিনা এদের জ্বালায়
গিন্নি করে রব!
স্কুল কলেজ অফিস কাছারি
দিয়েছে ছুটি সবাই
সব দেবালয়ে ঝুলছে তালা
মানুষ হচ্ছে জবাই!
জানালা দিয়ে আকাশ দেখা
নয়তো এটা জীবন
এমন বাঁচা চাইনি কেউই
দাওনা প্রভু মরণ।
*******
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৬/০৬/২০২০অতুলনীয়
-
ফয়জুল মহী ২৫/০৬/২০২০অনুপম, অতুলনীয় লেখা