গরীবের ভগবান
মিথ্যে প্রতিশ্রুতি অনেক হল এবার কিছু দাও
বাঁচতে চাই মানুষের মত দিয়ে কিছু নাও।
কান্না ভেজা পিছল পথে তোমরাই আলোর দিশা
ভাল চোখে তাকিয়ে দেখো ঘর ভরা অমানিশা।
অভিমান করে থাকবো না আর দাও দুমুঠো ভাত
হৃদ স্পন্দন থামবে এবার কাটে না মোদের রাত।
কোজাগরী চাঁদ রোজ ওঠেনা তবুও দেখি আকাশ
হঠাৎ যদি হয় অবসর খাবো দখিনা বাতাস।
নরক থেকে বলছি শোনো বাঁচার ঠিকানা চাই
সভ্য জগৎ তাকিয়ে দেখো মোদের কিছুই নাই!
*******
বাঁচতে চাই মানুষের মত দিয়ে কিছু নাও।
কান্না ভেজা পিছল পথে তোমরাই আলোর দিশা
ভাল চোখে তাকিয়ে দেখো ঘর ভরা অমানিশা।
অভিমান করে থাকবো না আর দাও দুমুঠো ভাত
হৃদ স্পন্দন থামবে এবার কাটে না মোদের রাত।
কোজাগরী চাঁদ রোজ ওঠেনা তবুও দেখি আকাশ
হঠাৎ যদি হয় অবসর খাবো দখিনা বাতাস।
নরক থেকে বলছি শোনো বাঁচার ঠিকানা চাই
সভ্য জগৎ তাকিয়ে দেখো মোদের কিছুই নাই!
*******
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৫/০৬/২০২০ভালো ছিলো লেখনীটা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৬/২০২০বাস্তব
-
ফয়জুল মহী ২৪/০৬/২০২০অত্যন্ত চমৎকার লেখনী ।