জয় জগন্নাথ
মনের সুখে টানবো রথ
এমন আশা নেই
কঠিন রোগে ভুগছে দেশ
আলোর দিশা কই!
রথের রশি টানলে নাকি
অনেক পুণ্য হয়
জয় জগন্নাথ বলছি তবুও
কাটছে নাতো ভয়।
কোন পাপেতে দিলে প্রভু
এমন কেন সাজা
সবাই জানে তুমিই হলে
মোদের রাজার রাজা।
তোমার চরণ দিলেনা ছুঁতে
আসছে চোখে জল
শাপ মুক্ত করো প্রভু
হারিয়েছি মনের বল।
জয় জগন্নাথ জয় জগন্নাথ
বলছে সারা দেশ
চরণ ছোঁয়ার দাও অধিকার
দেখাও তোমার বেশ।
পুষ্প বৃষ্টি পড়ছে ঝরে
বাজছে শঙ্খ ঘণ্টা
ক্ষমা করো স্পর্ধা মোদের
পাবো কী তোমার মনটা?
*****
এমন আশা নেই
কঠিন রোগে ভুগছে দেশ
আলোর দিশা কই!
রথের রশি টানলে নাকি
অনেক পুণ্য হয়
জয় জগন্নাথ বলছি তবুও
কাটছে নাতো ভয়।
কোন পাপেতে দিলে প্রভু
এমন কেন সাজা
সবাই জানে তুমিই হলে
মোদের রাজার রাজা।
তোমার চরণ দিলেনা ছুঁতে
আসছে চোখে জল
শাপ মুক্ত করো প্রভু
হারিয়েছি মনের বল।
জয় জগন্নাথ জয় জগন্নাথ
বলছে সারা দেশ
চরণ ছোঁয়ার দাও অধিকার
দেখাও তোমার বেশ।
পুষ্প বৃষ্টি পড়ছে ঝরে
বাজছে শঙ্খ ঘণ্টা
ক্ষমা করো স্পর্ধা মোদের
পাবো কী তোমার মনটা?
*****
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৩/০৬/২০২০দারুণ অনুভূতির প্রকাশ
-
Md. Rayhan Kazi ২৩/০৬/২০২০ভালো
-
দীপঙ্কর বেরা ২৩/০৬/২০২০সুন্দর কবিতা