বঙ্গবন্ধু
জাতির জনক বঙ্গবন্ধু হৃদয়ে নিয়েছো আসন
তুমি দিয়েছো স্বাধীনতা এনে তুমিই দিয়েছো বসন।
জন্ম শত বার্ষিকীতে তোমায় করি স্মরণ -
দেশের সেবায় অক্লান্ত শ্রমে তোমার হয়েছে মরণ।
মানুষের হৃদয়ে রবে চিরকাল তুমিই হলে অমর
স্বাধীনতার স্বাদ নিলো বাঙালী কেটে গেল মহা সমর।
একাত্তরের ছাব্বিশে মার্চ এলো স্বপ্নের স্বাধীনতা
মুক্ত হয়েছে কোটি বাঙালী শৃঙ্খল মুক্ত পরাধীনতা।
পদ্মা মেঘনা যমুনার জলে রক্ত নদীর ধারা
শত্রু পক্ষের ঝাঁঝরা বুলেটে নিল প্রাণ কেড়ে কারা!
কত যুদ্ধের সৈনিক যারা কত যে কিশোর প্রাণ
গোলা বারুদের তীব্র লড়াইয়ে জীবন করেছে দান।
বঙ্গবন্ধু বিশ্ব নেতা শেখ মুজিবর রহমান -
বাংলাদেশের জাতির পিতা তুমিই রেখেছো সম্মান।
*******
তুমি দিয়েছো স্বাধীনতা এনে তুমিই দিয়েছো বসন।
জন্ম শত বার্ষিকীতে তোমায় করি স্মরণ -
দেশের সেবায় অক্লান্ত শ্রমে তোমার হয়েছে মরণ।
মানুষের হৃদয়ে রবে চিরকাল তুমিই হলে অমর
স্বাধীনতার স্বাদ নিলো বাঙালী কেটে গেল মহা সমর।
একাত্তরের ছাব্বিশে মার্চ এলো স্বপ্নের স্বাধীনতা
মুক্ত হয়েছে কোটি বাঙালী শৃঙ্খল মুক্ত পরাধীনতা।
পদ্মা মেঘনা যমুনার জলে রক্ত নদীর ধারা
শত্রু পক্ষের ঝাঁঝরা বুলেটে নিল প্রাণ কেড়ে কারা!
কত যুদ্ধের সৈনিক যারা কত যে কিশোর প্রাণ
গোলা বারুদের তীব্র লড়াইয়ে জীবন করেছে দান।
বঙ্গবন্ধু বিশ্ব নেতা শেখ মুজিবর রহমান -
বাংলাদেশের জাতির পিতা তুমিই রেখেছো সম্মান।
*******
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বেগম সেলিনা খাতুন ২২/০৩/২০২০
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৩/২০২০সুন্দর
-
পি পি আলী আকবর ২১/০৩/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৩/২০২০unique!
-
শাহীন রহমান (রুদ্র) ২০/০৩/২০২০সুন্দর
ভালো থাকুন, আরও বেশি বেশি লিখুন।