কঠিন লড়াই
বড্ড খিদে পায় যে আমার
দু’মুঠো ভাত দাও
সারাদিন তো পাইনি খেতে
দু’টো পয়সা দাও।
ঘরে আছে বড় সংসার
আমার পথ চেয়ে
কিছু পয়সা পেলেই আমি
যাব এখুনি নিয়ে।
ছোটো ছোটো মুখগুলো সব
চোখের সামনে ভাসে
কঠিন লড়াই প্রতিদিনই
এমনি করেই আসে।
ভাঙা ঘরে চাঁদের আলো
উঁকি দিয়ে যায়
ঘুম আসে না গভীর রাতেও
সকাল হলেই ভয়।।
*****
দু’মুঠো ভাত দাও
সারাদিন তো পাইনি খেতে
দু’টো পয়সা দাও।
ঘরে আছে বড় সংসার
আমার পথ চেয়ে
কিছু পয়সা পেলেই আমি
যাব এখুনি নিয়ে।
ছোটো ছোটো মুখগুলো সব
চোখের সামনে ভাসে
কঠিন লড়াই প্রতিদিনই
এমনি করেই আসে।
ভাঙা ঘরে চাঁদের আলো
উঁকি দিয়ে যায়
ঘুম আসে না গভীর রাতেও
সকাল হলেই ভয়।।
*****
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৪/০৩/২০২০খুব ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৩/২০২০ভালো