বন্দি
খাঁচার ভিতর বন্দি পাখি
একটু সোহাগ পায়
আকাশ নীলে ইচ্ছে মতন
ডানা মেলতে চায়।
আদর তুমি যতই করো
বন্দি পাখিটাকে
মন পছন্দ্ নয় তো মোটেই
বন্দি জীবনটাকে।
এক পশলা বৃষ্টি শেষে
রোদ্দুর ওঠে হেসে
বন্দি পাখি দাও না ছেড়ে
উড়বে ভালবেসে।
দূর নীলিমায় মেঘের সাথে
যায় উড়ে সব পাখি
স্বাধীন ভাবে বাঁচুক ওরা
আমরা অবাক হয়ে দেখি।।
**********
একটু সোহাগ পায়
আকাশ নীলে ইচ্ছে মতন
ডানা মেলতে চায়।
আদর তুমি যতই করো
বন্দি পাখিটাকে
মন পছন্দ্ নয় তো মোটেই
বন্দি জীবনটাকে।
এক পশলা বৃষ্টি শেষে
রোদ্দুর ওঠে হেসে
বন্দি পাখি দাও না ছেড়ে
উড়বে ভালবেসে।
দূর নীলিমায় মেঘের সাথে
যায় উড়ে সব পাখি
স্বাধীন ভাবে বাঁচুক ওরা
আমরা অবাক হয়ে দেখি।।
**********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৬/০২/২০২০চমৎকার কবিতা, কবি
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০২/২০২০অনেক সুন্দর
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০২/২০২০অনেক ভালো ।
-
কবি আরাফাত হোসেন ০৬/০২/২০২০প্রিয় কবি সাথে আমি একমত। কারণ মুক্তবিহঙ্গ দেখতে যতটা সুন্দর লাগে, তা সোনার খাঁচায় থাকলেও অতটা সুন্দর লাগে না।
-
ফয়জুল মহী ০৬/০২/২০২০সাবলীল লেখনী।