পুতুল ( ছড়া )
পাড়া পড়শি যে যাই বলুক
পুতুল ভাল মেয়ে
দুষ্টুমি তার নয় তো স্বভাব
তার সব কিছু দেয় দিয়ে।
যদি কেউ তার কাছে
একটি টাকা চায়
বাবার পকেট থেকে সে
দশটি টাকা দেয়।
মা বলে, তোর জ্বালায়
অতিষ্ট আমি হই
খেলার জিনিস সবই ভাঙিস
বাড়ির হাতা খুন্তি কই?
পুতুল বলে, ভেবো না তুমি
বড় যখন হবো
সব জিনিসই গুছিয়ে আমি
তোমায় সাজিয়ে দেবো।
পুতুলের মতো ভাল মেয়ে
একটিও দেশে নেই
দুষ্টুমি ছাড়া কোনো কাজ
ছোট্ট পুতুলের নেই।।
********
পুতুল ভাল মেয়ে
দুষ্টুমি তার নয় তো স্বভাব
তার সব কিছু দেয় দিয়ে।
যদি কেউ তার কাছে
একটি টাকা চায়
বাবার পকেট থেকে সে
দশটি টাকা দেয়।
মা বলে, তোর জ্বালায়
অতিষ্ট আমি হই
খেলার জিনিস সবই ভাঙিস
বাড়ির হাতা খুন্তি কই?
পুতুল বলে, ভেবো না তুমি
বড় যখন হবো
সব জিনিসই গুছিয়ে আমি
তোমায় সাজিয়ে দেবো।
পুতুলের মতো ভাল মেয়ে
একটিও দেশে নেই
দুষ্টুমি ছাড়া কোনো কাজ
ছোট্ট পুতুলের নেই।।
********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৫/০২/২০২০Excellent
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৫/০২/২০২০অনবদ্য লেখনি
-
রেজাউল ইসলাম ০৫/০২/২০২০অভিনব