চাঁদের আলো
আকাশ মাটি মানচিত্র
একটু সবুজ বন
অট্টালিকা নিয়েছে কেড়ে
আমার অবুঝ মন।
হাত বাড়িয়ে ডাকছে আমায়
ঐ যে নীল আকাশ
সবুজ ছাড়া বাঁচবে না কেউ
সবই যে বিষ বাতাস।
সবুজটাকে ধ্বংস করে
গড়ছে বহুতল
আকাশটা যে হারিয়ে যাবে
থাকবে না সমতল।
অট্টালিকায় হারিয়ে গেছে
প্রভাত সূর্য কিরণ
কুঁড়ে ঘরে চাঁদের আলো
প্রবেশ এখন বারণ।
**************
একটু সবুজ বন
অট্টালিকা নিয়েছে কেড়ে
আমার অবুঝ মন।
হাত বাড়িয়ে ডাকছে আমায়
ঐ যে নীল আকাশ
সবুজ ছাড়া বাঁচবে না কেউ
সবই যে বিষ বাতাস।
সবুজটাকে ধ্বংস করে
গড়ছে বহুতল
আকাশটা যে হারিয়ে যাবে
থাকবে না সমতল।
অট্টালিকায় হারিয়ে গেছে
প্রভাত সূর্য কিরণ
কুঁড়ে ঘরে চাঁদের আলো
প্রবেশ এখন বারণ।
**************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০১/২০২০চমৎকার আর সত্য অভিব্যাক্তি কবি। আসরা তো সবাই নগরায়নকে প্রাধান্য দিচ্ছি।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৮/০১/২০২০খুব সুন্দর
-
ইবনে মিজান ২৮/০১/২০২০সবুজ বাঁচুক
পৃথিবী বাঁচুক -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০১/২০২০nice
-
ফয়জুল মহী ২৭/০১/২০২০সুনিপুন ভাবনা।
-
মাহামুদুল হাসান শোভন ২৭/০১/২০২০সুন্দর ছন্দ!