অহংকার
কঠিন কথা কেমন করে
বলো সহজ করে
সবাই যদি তোমার মতো
বলতো এমন করে।
দায়িত্ব নিয়ে সবাই যদি
করতো কঠিন কাজ
সব কাজই যেত মিটে
নেই তো কোনো লাজ।
কাউকে তুমি ভেবো না ছোট
কে যে কখন বড়
বিপদ কালে যাবে বোঝা
ভাবলে ছোট আসলে সেই বড়।
অহংকারে সব কিছুকে
যেও না মাড়িয়ে ভাই
অহংকারেই হবে পতন
ভগবানের বিচার তাই।।
**********
বলো সহজ করে
সবাই যদি তোমার মতো
বলতো এমন করে।
দায়িত্ব নিয়ে সবাই যদি
করতো কঠিন কাজ
সব কাজই যেত মিটে
নেই তো কোনো লাজ।
কাউকে তুমি ভেবো না ছোট
কে যে কখন বড়
বিপদ কালে যাবে বোঝা
ভাবলে ছোট আসলে সেই বড়।
অহংকারে সব কিছুকে
যেও না মাড়িয়ে ভাই
অহংকারেই হবে পতন
ভগবানের বিচার তাই।।
**********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০১/২০২০অনবদ্য
-
ফয়জুল মহী ২৪/০১/২০২০নান্দনিক লিখনশৈলি ।