স্বপ্ন আকাশ ছোঁয়া
আমি তো জেনেছি সাগরের জল নোনা
আমি তো জেনেছি তোমার হৃদয় সোনা।
আমি তো মেনেছি বনভূমি হয় দাবানল
আমি তো মেনেছি তুমিও বৃহৎ অনল।
আমি তো বুঝেছি নদী জল সাগরে মেশে
আমি তো বুঝেছি আমাকে হারাবে শেষে।
আমি তো হেসেছি ঝরনার জলে ভেসে
আমি তো হেসেছি তোমার কাছেই এসে।
আমি তো বুনেছি স্বপ্ন আকাশ ছোঁয়া
আমি তো বুনেছি বাস্তব নয় হাতের মোয়া!
********
আমি তো জেনেছি তোমার হৃদয় সোনা।
আমি তো মেনেছি বনভূমি হয় দাবানল
আমি তো মেনেছি তুমিও বৃহৎ অনল।
আমি তো বুঝেছি নদী জল সাগরে মেশে
আমি তো বুঝেছি আমাকে হারাবে শেষে।
আমি তো হেসেছি ঝরনার জলে ভেসে
আমি তো হেসেছি তোমার কাছেই এসে।
আমি তো বুনেছি স্বপ্ন আকাশ ছোঁয়া
আমি তো বুনেছি বাস্তব নয় হাতের মোয়া!
********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৭/০১/২০২০সুন্দর
-
মোহাম্মদ ফারুক হোসাইন ১৭/০১/২০২০nice
-
ফয়জুল মহী ১৭/০১/২০২০পরিপাটি লেখা, পড়ে ভালো লাগলো।