কাজী নজরুল ইসলাম
বিদ্রোহী কবি নজরুল ইসলাম
চরণে প্রনাম তোমার
সৃষ্টি মাঝে অমর রবে
চিরদিন হবে সবার!
বাঁশির সুরে মাতালে তুমি
তুমিই মহান কবি
হৃদয়ে আছে নোবেল জয়ী
বিশ্ব কবি রবি!
নজরুল গীতি তোমারি সৃষ্টি
শেখালে নতুন ধারা
বিদ্রোহী গানে মাতালে ভুবন
শিখলো যুবক যারা!
‘একই বৃন্তে দুটি কুসুম’
তোমার অপরূপ সৃষ্টি
তুমিই হলে বিদ্রোহী কবি
মোদের তুমি কৃষ্টি!
সাহিত্য জগতে ‘দুখু মিয়া’
মহান একটি নাম
কাজী নজরুলই ‘দুখু মিয়া’
চুরুলিয়া তাঁর ধাম!
অবাধ বিচরণ বাংলা সাহিত্যে
গল্প কবিতা গানে
বিশ্ব হৃদয় করেছেন জয়
চেতনা জাগিয়েছে প্রাণে!
স্বাধীনতা সংগ্রামে বিদ্রোহী কবি
অপার তোমার দান
কাজী নজরুল বাঙালি মননে
প্রভাত ফেরির জয়গান!
*****
চরণে প্রনাম তোমার
সৃষ্টি মাঝে অমর রবে
চিরদিন হবে সবার!
বাঁশির সুরে মাতালে তুমি
তুমিই মহান কবি
হৃদয়ে আছে নোবেল জয়ী
বিশ্ব কবি রবি!
নজরুল গীতি তোমারি সৃষ্টি
শেখালে নতুন ধারা
বিদ্রোহী গানে মাতালে ভুবন
শিখলো যুবক যারা!
‘একই বৃন্তে দুটি কুসুম’
তোমার অপরূপ সৃষ্টি
তুমিই হলে বিদ্রোহী কবি
মোদের তুমি কৃষ্টি!
সাহিত্য জগতে ‘দুখু মিয়া’
মহান একটি নাম
কাজী নজরুলই ‘দুখু মিয়া’
চুরুলিয়া তাঁর ধাম!
অবাধ বিচরণ বাংলা সাহিত্যে
গল্প কবিতা গানে
বিশ্ব হৃদয় করেছেন জয়
চেতনা জাগিয়েছে প্রাণে!
স্বাধীনতা সংগ্রামে বিদ্রোহী কবি
অপার তোমার দান
কাজী নজরুল বাঙালি মননে
প্রভাত ফেরির জয়গান!
*****
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ৩১/০১/২০২০দারুন রচনা ।
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১২/২০১৯ভালো লাগলো।
-
আমীন রুহুল ১৩/১২/২০১৯বাহ!
-
বাপ্পা দাস ১৩/১২/২০১৯খুব সুন্দর লিখেছেন ।