পণপ্রথা
পণের বলি হচ্ছে নারী সমাজ কেন চুপ
সভ্য মানুষ এক নিমেষে পাল্টায় তার রূপ!
নগদ টাকা দামী গহনা কিংবা বিলাসী গাড়ি
সুযোগ বুঝে চায় অনেকে সুসজ্জিত মনোরম বাড়ি!
দিতে পারেনা অনেক বাবাই মেয়ের বিয়েতে পণ
মুখোশ পরে ছেলের বাবা অমায়িক হাসে দেন!
বিয়ের নামে নারী বলি যুগে যুগে চলে
আইন ফাঁকি দিচ্ছে অনেকে ক্ষমতা ও কৌশলে!
নারী হৃদয় পুড়ছে সদাই পণপ্রথা হোক বন্ধ
এই আশাতেই সব বাবাই আশাহত হয়ে অন্ধ!
সুখের সুদিন আসবে কবে মেয়ের মুখে হাসি
বিদায় দেবে মিষ্টি হেসে মেয়ে বলবে ‘আসি’!
******
সভ্য মানুষ এক নিমেষে পাল্টায় তার রূপ!
নগদ টাকা দামী গহনা কিংবা বিলাসী গাড়ি
সুযোগ বুঝে চায় অনেকে সুসজ্জিত মনোরম বাড়ি!
দিতে পারেনা অনেক বাবাই মেয়ের বিয়েতে পণ
মুখোশ পরে ছেলের বাবা অমায়িক হাসে দেন!
বিয়ের নামে নারী বলি যুগে যুগে চলে
আইন ফাঁকি দিচ্ছে অনেকে ক্ষমতা ও কৌশলে!
নারী হৃদয় পুড়ছে সদাই পণপ্রথা হোক বন্ধ
এই আশাতেই সব বাবাই আশাহত হয়ে অন্ধ!
সুখের সুদিন আসবে কবে মেয়ের মুখে হাসি
বিদায় দেবে মিষ্টি হেসে মেয়ে বলবে ‘আসি’!
******
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমীন রুহুল ১১/১২/২০১৯খুব সুন্দর লেখা
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১১/১২/২০১৯অনেক ডিগ্রী নিলেই শিক্ষিত হওয়া যায় না, দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে আগে। চমৎকার লেখনি।