শিশু শ্রমিক
গাছ গাছালির ফাঁক দিয়ে
পূর্ণিমা চাঁদ হাসে
সাগর নদীর মোহনায় এসে
সমুদ্র স্রোত মেশে।
সহজ পাঠের সহজ কথা
গেছি সবাই ভুলে
বর্ণপরিচয় হয় না এখনও
যারা গরীব ছেলে।
সব জায়গায় দেখি আমরা
কাজের লোক ছোটো
শৈশব তাদের হয়েছে চুরি
ব্যাপারটা খুবই ছোটখাটো!
শিশু শ্রম বন্ধে আছে
কঠিন কিছু আইন
নিয়ম মেনে চলে ক’জন
সবাই ভাঙে আইন!
প্রতিদিন ওঠে নতুন সূর্য
প্রতিদিন ডুবে যায়
গরীব অনাথ শিশুদের কথা
একটু ভাবা কি যায়?
*****
পূর্ণিমা চাঁদ হাসে
সাগর নদীর মোহনায় এসে
সমুদ্র স্রোত মেশে।
সহজ পাঠের সহজ কথা
গেছি সবাই ভুলে
বর্ণপরিচয় হয় না এখনও
যারা গরীব ছেলে।
সব জায়গায় দেখি আমরা
কাজের লোক ছোটো
শৈশব তাদের হয়েছে চুরি
ব্যাপারটা খুবই ছোটখাটো!
শিশু শ্রম বন্ধে আছে
কঠিন কিছু আইন
নিয়ম মেনে চলে ক’জন
সবাই ভাঙে আইন!
প্রতিদিন ওঠে নতুন সূর্য
প্রতিদিন ডুবে যায়
গরীব অনাথ শিশুদের কথা
একটু ভাবা কি যায়?
*****
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ১০/১২/২০১৯অনবদ্য কবিতা, ভাল লাগলো।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৯/১২/২০১৯চমৎকার বিষযবস্তু, দরকার আমাদের সবার মনোযোগী হওয়া
-
নাসরীন আক্তার রুবি ০৯/১২/২০১৯চমৎকার
-
আরজু নাসরিন পনি ০৯/১২/২০১৯ভালো চেষ্টা।