চোর ডাকাত
চোর ডাকাতে যাচ্ছে ভরে দেশের অলিগলি
আমজনতা দিশেহারা এখন হচ্ছে তাদের বলি!
রঙিন স্বপন নিচ্ছে কেড়ে সুখের আশায় ছাই
খুশির আবেশ এক লহমার কোথায় হারাল ভাই!
ভদ্র পোশাক মুখেতে হাসি ভেবোনা অতি সাধু
করবে মোদের ঘরে ডাকাতি দেখাবে দুহাতে যাদু!
ছিঁচকে চোর নেই তো দেশে আছে মস্ত ডাকাত
দিন রাত্তির করছে সমান রাতেও নেই কো তফাৎ!
ধন সম্পদ লুটছে ওরা দিচ্ছে চোখে ধূলো
কোটি কোটি গায়েব করে সব্বাইকে দেখায় মুলো!
ভোরের আলোতেও মরা রোদ্দুর হৃদয়ে কোথায় সুখ
চোর ডাকাতই মধুর হাসে সারাটা জীবন দুখ!
*********
আমজনতা দিশেহারা এখন হচ্ছে তাদের বলি!
রঙিন স্বপন নিচ্ছে কেড়ে সুখের আশায় ছাই
খুশির আবেশ এক লহমার কোথায় হারাল ভাই!
ভদ্র পোশাক মুখেতে হাসি ভেবোনা অতি সাধু
করবে মোদের ঘরে ডাকাতি দেখাবে দুহাতে যাদু!
ছিঁচকে চোর নেই তো দেশে আছে মস্ত ডাকাত
দিন রাত্তির করছে সমান রাতেও নেই কো তফাৎ!
ধন সম্পদ লুটছে ওরা দিচ্ছে চোখে ধূলো
কোটি কোটি গায়েব করে সব্বাইকে দেখায় মুলো!
ভোরের আলোতেও মরা রোদ্দুর হৃদয়ে কোথায় সুখ
চোর ডাকাতই মধুর হাসে সারাটা জীবন দুখ!
*********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।