অমর খুড়ো ( ছড়া )
বলে লোকে অমর খুড়ো
ভালো এক ডাক্তার
জ্বর হলে খেতে বলে
ডাল ভাত, পুঁই শাক।
কলেরার রুগী এলে
বলে খেতে পান্তা
সর্দির রোগীদের
বলে খাও লিমকা।
দাঁতে পোকা রোগী এলে
দেখে তার দাঁতটা
সাঁড়াশীটা দিয়ে তার
তুলে দেয় দাঁতটা।
অমর খুড়োর এই হল
ডাক্তারী সংজ্ঞা
বিশ টাকা নিয়ে বলে
এতো খুব সস্তা।।
*********
ভালো এক ডাক্তার
জ্বর হলে খেতে বলে
ডাল ভাত, পুঁই শাক।
কলেরার রুগী এলে
বলে খেতে পান্তা
সর্দির রোগীদের
বলে খাও লিমকা।
দাঁতে পোকা রোগী এলে
দেখে তার দাঁতটা
সাঁড়াশীটা দিয়ে তার
তুলে দেয় দাঁতটা।
অমর খুড়োর এই হল
ডাক্তারী সংজ্ঞা
বিশ টাকা নিয়ে বলে
এতো খুব সস্তা।।
*********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/১১/২০১৯খুব সুন্দর লিখেছেন। মন মাতানো ছড়া।
-
নুর হোসেন ৩০/১১/২০১৯ছন্দে তালে চমৎকার হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১১/২০১৯ছন্দটার মিল রাখলে আরও সুন্দর হতো।