বাজার আগুন
উচ্ছে ঝিঙে পটল মুলো
সবই যেন আগুন
শাক খেতে ভুলেছে বাঙালি
অধরা হয়েছে বেগুন।
আলু পেঁয়াজ নেই পিছিয়ে
চোখে আসছে জল
কেনার ক্ষমতা গেছে হারিয়ে
মানুষের প্রিয় ফল।
সবাই যখন ভাবছে বসে
খাবে এখন কী
কজন বাঙালির পাতে পড়ে
দামী দেশি ঘি!
বাজারে গিয়ে দম হাঁসফাঁস
পকেট গড়ের মাঠ
আসছে ধেয়ে কঠিন জীবন
হারাবে ঠাট বাট।
গরীব মানুষ পায় না খেতে
শাক কিংবা সবজি
অতীত দিনে সব মানুষই
খেতো ডুবিয়ে কবজি।
শাক সবজি খেলে সবার
চোখে বাড়ে দৃষ্টি
বড়বে দ্বিগুণ শাক সবজির
আবার হলে বৃষ্টি।
******
সবই যেন আগুন
শাক খেতে ভুলেছে বাঙালি
অধরা হয়েছে বেগুন।
আলু পেঁয়াজ নেই পিছিয়ে
চোখে আসছে জল
কেনার ক্ষমতা গেছে হারিয়ে
মানুষের প্রিয় ফল।
সবাই যখন ভাবছে বসে
খাবে এখন কী
কজন বাঙালির পাতে পড়ে
দামী দেশি ঘি!
বাজারে গিয়ে দম হাঁসফাঁস
পকেট গড়ের মাঠ
আসছে ধেয়ে কঠিন জীবন
হারাবে ঠাট বাট।
গরীব মানুষ পায় না খেতে
শাক কিংবা সবজি
অতীত দিনে সব মানুষই
খেতো ডুবিয়ে কবজি।
শাক সবজি খেলে সবার
চোখে বাড়ে দৃষ্টি
বড়বে দ্বিগুণ শাক সবজির
আবার হলে বৃষ্টি।
******
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৩/০২/২০২০খুব ভালো রচনা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/১২/২০১৯Valo laglo