পরীক্ষা
সামনে আছে কঠিন লড়াই ভাবনা করে জগাই
স্কুলের পরীক্ষা এসেছে এগিয়ে জানায় বন্ধু মাধাই!
তিন তিনবার একটি ক্লাসে লজ্জার মাথা খেয়ে
পাশ করতে হবেই তাকে যেন ঝড় আসছে ধেয়ে!
অঙ্ক দেখলেই মাথা ঘোরে করবে কী করে পাশ
বাবা এবার লাঠি নিয়ে ধরবে হাতে রাশ!
কোনো বিষয়ে পাবে না তিরিশ শুধুই চোখের জল
পরীক্ষার খাতায় শুধুই গোল্লা এটাই ভাগ্যফল!
জগাই মাধাই দুই বন্ধু পাশাপাশি বসে
একে ওকে দেখে লেখে মুখ ফিরিয়ে হাসে!
খাতা তাদের ভুলেই ভরা স্যারদের মাথা গরম
বাড়িতে এসেও একই জ্বালা কেউই হবেনা নরম!
বয়স তাদের বেড়েই চলে ভাগ্যে লেখা শূন্য
সব বিষয়েই কুড়ির নীচে কবে করবে পুণ্য!
*********
স্কুলের পরীক্ষা এসেছে এগিয়ে জানায় বন্ধু মাধাই!
তিন তিনবার একটি ক্লাসে লজ্জার মাথা খেয়ে
পাশ করতে হবেই তাকে যেন ঝড় আসছে ধেয়ে!
অঙ্ক দেখলেই মাথা ঘোরে করবে কী করে পাশ
বাবা এবার লাঠি নিয়ে ধরবে হাতে রাশ!
কোনো বিষয়ে পাবে না তিরিশ শুধুই চোখের জল
পরীক্ষার খাতায় শুধুই গোল্লা এটাই ভাগ্যফল!
জগাই মাধাই দুই বন্ধু পাশাপাশি বসে
একে ওকে দেখে লেখে মুখ ফিরিয়ে হাসে!
খাতা তাদের ভুলেই ভরা স্যারদের মাথা গরম
বাড়িতে এসেও একই জ্বালা কেউই হবেনা নরম!
বয়স তাদের বেড়েই চলে ভাগ্যে লেখা শূন্য
সব বিষয়েই কুড়ির নীচে কবে করবে পুণ্য!
*********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০১/২০২০চমৎকার ।
-
sudipta chowdhury ২৭/১২/২০১৯Not only in student life "exam" is fearable but also every time human faces either physical or psychological exam.
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/১১/২০১৯দারুণ লিখেছেন কবি।
-
হাসান ইবনে নজরুল ০৮/১১/২০১৯বাহ্
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১১/২০১৯ভালো লাগলো।
-
অবিরুদ্ধ মাহমুদ ০৫/১১/২০১৯সুন্দর জীবনমুখী প্রকাশ।।
-
পি পি আলী আকবর ০৫/১১/২০১৯সুন্দর