পোশাকের আড়ালে
পোশাক দেখেই ভেবো নাতো
আমরা আহামরি
এর ভিতরে লুকিয়ে আছে
অভাব সারি সারি।
নুন আনতে পান্তা ফুরোয়
এই তো মোদের হাল
পোশাক দিয়েই ঢেকে রেখেছি
আমদের এই ছাল।
সারাদিন সব আড্ডা মেরে
ফিরি মোরা রাতে
বাড়ি ফিরে শুনি হায়
চাল নেই যে ঘরে।
আমরা সবাই বেকার যুবক
চাকরি নেই যে দেশে
লেখাপড়া শিখে তাহলে
লাভটা হল কিসে।
রকে বসে আড্ডা মেরে
জীবন যদি যায়
দারিদ্রটা সঙ্গী হবে
এটা জানি নিশ্চয়।
যদি মোরা চাকরি না পাই
বুঝবো সবাই শেষে
এলাম গেলাম অভাব নিয়ে
শুধুই কপাল দোষে।
অভাবটাকে পোশাক দিয়ে
ঢাকতে গিয়ে শেষে
সত্যিই মোরা হেরে গেলাম
দারিদ্র্যের এই চাপে।।
****
আমরা আহামরি
এর ভিতরে লুকিয়ে আছে
অভাব সারি সারি।
নুন আনতে পান্তা ফুরোয়
এই তো মোদের হাল
পোশাক দিয়েই ঢেকে রেখেছি
আমদের এই ছাল।
সারাদিন সব আড্ডা মেরে
ফিরি মোরা রাতে
বাড়ি ফিরে শুনি হায়
চাল নেই যে ঘরে।
আমরা সবাই বেকার যুবক
চাকরি নেই যে দেশে
লেখাপড়া শিখে তাহলে
লাভটা হল কিসে।
রকে বসে আড্ডা মেরে
জীবন যদি যায়
দারিদ্রটা সঙ্গী হবে
এটা জানি নিশ্চয়।
যদি মোরা চাকরি না পাই
বুঝবো সবাই শেষে
এলাম গেলাম অভাব নিয়ে
শুধুই কপাল দোষে।
অভাবটাকে পোশাক দিয়ে
ঢাকতে গিয়ে শেষে
সত্যিই মোরা হেরে গেলাম
দারিদ্র্যের এই চাপে।।
****
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।