বখাটে
বখাটে ছেলেটা রাত্তিরে বাড়ি ফেরে
বখাটে ছেলেকে পাত্তা দেয় না কেউ -
পাড়ার ছেলেরা মেশে না তার সাথে
তবুও সে থোড়াই কেয়ার করে।
বাড়ির লোকেরা খোঁজ নেয় না তার
মা তবুও রাত্তির জেগে থাকে -
পাড়ার কোনো বিপদে সে
সবার আগে থাকে...
তবুও সে বখাটে ছেলে
বদনাম হয়ে গেছে -
মা কেঁদে বলে
ওটাই আমার লক্ষীসোনা ছেলে...
******
বখাটে ছেলেকে পাত্তা দেয় না কেউ -
পাড়ার ছেলেরা মেশে না তার সাথে
তবুও সে থোড়াই কেয়ার করে।
বাড়ির লোকেরা খোঁজ নেয় না তার
মা তবুও রাত্তির জেগে থাকে -
পাড়ার কোনো বিপদে সে
সবার আগে থাকে...
তবুও সে বখাটে ছেলে
বদনাম হয়ে গেছে -
মা কেঁদে বলে
ওটাই আমার লক্ষীসোনা ছেলে...
******
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ বুলবুল হোসেন ২৭/১১/২০১৯কবিতাটি পড়ে ভালো লাগলো
-
পরিতোষ ভৌমিক ২ ২৭/১১/২০১৯পাড়া প্রতিবেশীর যে কোন আপ্দে বিপদে বখাটে ছেলেরাই সবার আগে থাকে - এটা প্রমানিত সত্য । সুন্দর লিখেছেন ।
-
নুর হোসেন ২৭/১১/২০১৯মায়ের কাছে সকল ছেলেই লক্ষী হয়।