কন্যাভ্রূণ ( অনুগল্প )
পাথরের ফাঁক দিয়ে উঠে এসেছে আগাছা। চুপি সাড়ে যারা কন্যাভ্রূণ নষ্ট করে তারা ঐ আগাছার দলে।
রাতের অন্ধকারে পাপও ছাড়বে না। নারীর অন্দরমহল পুড়ে হচ্ছে ছাই। নষ্ট ভ্রূণ খিলখিল করে হাসে।
বাতাসের বুকে চুম্বনের স্পর্শ। ভালোবাসা প্রেমহীন আলোকবর্তিকা নয়। তাহলে ভ্রূণের অপরাধ কোথায়?
যাকে ভালবাসতে চাও সেও নারী। সোহাগ রাত যাকে নিয়ে সেও নারী। তবে কেন অপরাধী কন্যাভ্রূণ?
মানব সভ্যতা এগিয়েছে, দেশও। স্বপ্নগুলো ভেসে বেড়ায় পুত্র সন্তান কামনায়। কন্যাভ্রূণ বাঁচাও, তুমি বাঁচবে, সৃষ্টিও ...
********
রাতের অন্ধকারে পাপও ছাড়বে না। নারীর অন্দরমহল পুড়ে হচ্ছে ছাই। নষ্ট ভ্রূণ খিলখিল করে হাসে।
বাতাসের বুকে চুম্বনের স্পর্শ। ভালোবাসা প্রেমহীন আলোকবর্তিকা নয়। তাহলে ভ্রূণের অপরাধ কোথায়?
যাকে ভালবাসতে চাও সেও নারী। সোহাগ রাত যাকে নিয়ে সেও নারী। তবে কেন অপরাধী কন্যাভ্রূণ?
মানব সভ্যতা এগিয়েছে, দেশও। স্বপ্নগুলো ভেসে বেড়ায় পুত্র সন্তান কামনায়। কন্যাভ্রূণ বাঁচাও, তুমি বাঁচবে, সৃষ্টিও ...
********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।