সুখ
রোদের কাছে হাত বাড়িয়ে
বৃষ্টি বলে দেবে তোমার রঙ
রোদ বলে তুই ভালোই
জানিস আলটপকা ঢঙ ।।
বৃষ্টি হেসেই কুটিপাটি
রোদের কথার ঢঙে
রোদের শরীর লাল্
টুকটুক লজ্জামাখা রঙে ।।
রোদ ঝাঁপিয়ে বৃষ্টি ছো্যঁ
বৃষ্টি সুখে পাগলপারা
আয় বৃষ্টি কেঁপে ঝেঁপে
দিগন্তে রোদ মাতোয়ারা ।।
বৃষ্টি বলে দেবে তোমার রঙ
রোদ বলে তুই ভালোই
জানিস আলটপকা ঢঙ ।।
বৃষ্টি হেসেই কুটিপাটি
রোদের কথার ঢঙে
রোদের শরীর লাল্
টুকটুক লজ্জামাখা রঙে ।।
রোদ ঝাঁপিয়ে বৃষ্টি ছো্যঁ
বৃষ্টি সুখে পাগলপারা
আয় বৃষ্টি কেঁপে ঝেঁপে
দিগন্তে রোদ মাতোয়ারা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোনালী ০১/০৮/২০১৪মিস্টি কবিতা।
-
এইচ রহমান ০৭/০৭/২০১৪ভাল লাগছে
-
Mahfuza Sultana ১৫/০৬/২০১৪ভালো
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ০৯/০৬/২০১৪ভাল লাগলো কবিতাটি পড়ে।
-
কবি মোঃ ইকবাল ০৯/০৬/২০১৪দাদা অসম্ভব সুন্দর।