মানুষ -অমানুষ
আমরা সবাই মানুষ
কিন্তু ভুলে য়াই তখন
যখন ব্যবহার করি অমানুষ-এর মতো।
একবার ও ভেবে দেখিনি আর এক শ্রেনির মানুষ
যারা কোন রকোম আছে এক মুঠো খাওয়ার
খেয়ে সারাদিন আক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে
খাওয়ার তুলে দেয়, আর আমরা ওদেরকে ভুলে্যাই।
কেন? ওরাযে গরিব ওরাযে গায়ে কাদা মাটি মাখে!
না ওরা গ্রামের মানুষ আমরা পরিশ্রম কি জানিনা
আমরাতো থাণ্ডা ঘরে থাকি.....................।।
পরের পাতায়
কিন্তু ভুলে য়াই তখন
যখন ব্যবহার করি অমানুষ-এর মতো।
একবার ও ভেবে দেখিনি আর এক শ্রেনির মানুষ
যারা কোন রকোম আছে এক মুঠো খাওয়ার
খেয়ে সারাদিন আক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে
খাওয়ার তুলে দেয়, আর আমরা ওদেরকে ভুলে্যাই।
কেন? ওরাযে গরিব ওরাযে গায়ে কাদা মাটি মাখে!
না ওরা গ্রামের মানুষ আমরা পরিশ্রম কি জানিনা
আমরাতো থাণ্ডা ঘরে থাকি.....................।।
পরের পাতায়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৭/০৯/২০১৪সত্যিই আমরা স্বার্থপর।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৮/২০১৪বেশ সুন্দর ভাবনা। ভাল লাগল। আমার উপন্যাসে আমন্ত্রন রইল।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৬/০৮/২০১৪think bolesen