বাল্য কাল
বাল্য কাল যে কতো মধুর ভুলতে না পারি
সবুজ ঘাসের আর সোনায় মোড়া ছোট্য গ্রামে বাড়ি।
সেই বাড়িতে বাল্য কাল ছিলো দারুন মজা
দুস্টুমি করলে হতোনা কোনো ভাবে সাজা।
ছিলো ভালো মা বাবা আর ছিলো ভালো ভাই
সবার থেকে ঠাম্মা ছিলো ভালো সাজা হতোনা তাই।
ঠাম্মা আমায় ঘুম পাড়াতো শোনাতো যে গান
ভাই আর দাদু মিলে করতো অনেক অভিমান।
এখোন আমার সবাই আছে নেই ঠাম্মা আর দাদু
বড়ো হয়ে জানতে পারি ঠাম্মা দাদু যে কতো মধুর।
বাল্য কাল ছিলো ভালো ছিলো কতো মজা
এখোন আমি বড়ো হয়ে পাছি অনেক সাজা।
সবুজ ঘাসের আর সোনায় মোড়া ছোট্য গ্রামে বাড়ি।
সেই বাড়িতে বাল্য কাল ছিলো দারুন মজা
দুস্টুমি করলে হতোনা কোনো ভাবে সাজা।
ছিলো ভালো মা বাবা আর ছিলো ভালো ভাই
সবার থেকে ঠাম্মা ছিলো ভালো সাজা হতোনা তাই।
ঠাম্মা আমায় ঘুম পাড়াতো শোনাতো যে গান
ভাই আর দাদু মিলে করতো অনেক অভিমান।
এখোন আমার সবাই আছে নেই ঠাম্মা আর দাদু
বড়ো হয়ে জানতে পারি ঠাম্মা দাদু যে কতো মধুর।
বাল্য কাল ছিলো ভালো ছিলো কতো মজা
এখোন আমি বড়ো হয়ে পাছি অনেক সাজা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৬/০৮/২০১৪
-
নূরুজ্জামান নাঈম ২৩/০৮/২০১৪ভাল লাগলো আপনার 'বাল্য কাল' জেনে
আরেকটু হত ভাল লিখলে নিয়ম মেনে।
---------ঘাস আর সোনা, এখন ইত্যাদি। -
একনিষ্ঠ অনুগত ২৩/০৮/২০১৪মনে পড়ে শিশুকাল।। ভালো লাগলো কবি।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৩/০৮/২০১৪ভাল লাগল বেশ
-
আসোয়াদ লোদি ২২/০৮/২০১৪বাহ ! অনেক সুন্দর হল ।
-
শিমুদা ২২/০৮/২০১৪বাল্যকালের স্মৃতি। ভাল লাগেছে।
অভিব্যক্তি দারুণ হয়েছে।
শুভ কামনা।