আশা
সন্ধা বেলায় আর ভোর বেলায়
খুব মনে পরে যে তোমায়।
তুমি আবার আসবে বলে, কেনো ক্থা দিএ ছিলে?
ভুলতে পারিনে আমি সেই ক্থা পদ্ম দিঘির ঝিলে।
আবার আসবে ফিরে জুড়বে মনের ব্যথা
পদ্ম দিঘির ঝিলে হবে দুজনের দেখা।
খুব মনে পরে যে তোমায়।
তুমি আবার আসবে বলে, কেনো ক্থা দিএ ছিলে?
ভুলতে পারিনে আমি সেই ক্থা পদ্ম দিঘির ঝিলে।
আবার আসবে ফিরে জুড়বে মনের ব্যথা
পদ্ম দিঘির ঝিলে হবে দুজনের দেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২০/০৮/২০১৪খুব ভাল
-
মঞ্জুর হোসেন মৃদুল ২০/০৮/২০১৪সুন্দর লেখনী।
-
শিমুদা ২০/০৮/২০১৪খুব ভাল আশা জাগানির কবিতা।
ছোট হলেও কবিতার পরিবশটা ভাল।
ভাল লেগেছে। -
শিমুল শুভ্র ২০/০৮/২০১৪কথা দিয়েছিলে - এই ভাবে লিখুন
কবিতা বেশ লাগলো।