সুশান্ত মান্না
সুশান্ত মান্না-এর ব্লগ
-
কবি ব্ন্ধু কেমন আছেন সবাই,ভুলতে পারিনি ফিরে এলাম তাই
ছিলাম আমি আনেক দুরে, রেখেছিলাম তারুন্য - কে বুকে করে।
তাইতো আবার এলাম ফিরে তারুন্য -এর মাঝে, লিখবো আবার নতুন
করে লেখার সাজে সাজে। [বিস্তারিত] -
মাঝে মাঝে মনে হয় আমরা পারলে আনেক কিছু করতে পারি,সব কিছু বদলে দিতে পারি,নতুন করে সুর্য্ উঠাতে পারি তার কিরণ থেকে আমরা সবাই সোনার ফ্সল ফলাতে পারি,নতুন আরো অনেক কিছু করতে পারি।
জন্মদিনের অনুশ্ঠানে হল ভা... [বিস্তারিত] -
দ্বিতিয় পাতা--
আমরা মানুষ তোবু মাঝে মাঝে ভুলে যাই, করি অমানুষের মতো আচোরন,একটু ভেবে দেখলে জানাযায় আসলে যারা আক্লান্ত পরিশ্রম করে দু-বেলায় এক মুঠো খেয়ে আমাদের মুখে খাওয়ার তুলে দেয় তারাই আমাদের অন্নদাত... [বিস্তারিত] -
আমরা সবাই মানুষ
কিন্তু ভুলে য়াই তখন
যখন ব্যবহার করি অমানুষ-এর মতো।
একবার ও ভেবে দেখিনি আর এক শ্রেনির মানুষ [বিস্তারিত] -
বাল্য কাল যে কতো মধুর ভুলতে না পারি
সবুজ ঘাসের আর সোনায় মোড়া ছোট্য গ্রামে বাড়ি।
সেই বাড়িতে বাল্য কাল ছিলো দারুন মজা
দুস্টুমি করলে হতোনা কোনো ভাবে সাজা। [বিস্তারিত] -
সন্ধা বেলায় আর ভোর বেলায়
খুব মনে পরে যে তোমায়।
তুমি আবার আসবে বলে, কেনো ক্থা দিএ ছিলে?
ভুলতে পারিনে আমি সেই ক্থা পদ্ম দিঘির ঝিলে। [বিস্তারিত] -
কি দারুন লাগছে এই তারুণ্যে এসে
লিখবো আমি লেখাকে ভালো বেসে।
জানবো আমি লেখোকের লেখোনিকে
শিখবো আর লিখবো নতুন নতুন ব্লগ [বিস্তারিত] -
তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে
তবু আমার মন যে মানে ণা।
তুমি আছো তুমি আছো।
তোমার বাণী গুলো মনে পড়ে বারে বারে [বিস্তারিত]