জ্বালরে আলো অন্ধকারে
মোছ মোছ তোর যত অন্ধকার,
মোছ মোছ তোর বৃষ্টি সংসার।
জাগ জাগ তুই আমার আলোয়,
দুঃখ মোছ ওরে সবার ভালোয়।
ওঠ ওঠ তুই মাথা তুলে,
বিদ্রোহী ঐ সাহসী চালে।
আবার তোর আলো জ্বালবি,
প্রশংসার ভালো পাত্র হবি।
মোছ মোছ যত কালো মন,
দিলাম তোকে আলোর জীবন।
দুঃখের ঘরে জ্বালরে প্রদীপ,
তুই যে মানুষ প্রশংসার জীব।
কেন তোর আঘাত মন,
ভেঙে পড়ছে এমন?
জীবন মানে খুব সুন্দর,
রামধনুর ময়ূর অন্তর।
তবু আসবে ঘাত প্রতিঘাত,
কেন তুই দুঃখে উন্মাদ?
চলচল তুই আলোর পথে,
হাতে হাত ধরে আমার সাথে।
জ্বালরে আলো অন্ধকারে,
মোছ বৃষ্টি তোর চোখের ঘরে!
>☆<
~~~~সূর্য্যিন্দুদীপ রাজ~~~~~
মোছ মোছ তোর বৃষ্টি সংসার।
জাগ জাগ তুই আমার আলোয়,
দুঃখ মোছ ওরে সবার ভালোয়।
ওঠ ওঠ তুই মাথা তুলে,
বিদ্রোহী ঐ সাহসী চালে।
আবার তোর আলো জ্বালবি,
প্রশংসার ভালো পাত্র হবি।
মোছ মোছ যত কালো মন,
দিলাম তোকে আলোর জীবন।
দুঃখের ঘরে জ্বালরে প্রদীপ,
তুই যে মানুষ প্রশংসার জীব।
কেন তোর আঘাত মন,
ভেঙে পড়ছে এমন?
জীবন মানে খুব সুন্দর,
রামধনুর ময়ূর অন্তর।
তবু আসবে ঘাত প্রতিঘাত,
কেন তুই দুঃখে উন্মাদ?
চলচল তুই আলোর পথে,
হাতে হাত ধরে আমার সাথে।
জ্বালরে আলো অন্ধকারে,
মোছ বৃষ্টি তোর চোখের ঘরে!
>☆<
~~~~সূর্য্যিন্দুদীপ রাজ~~~~~
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৪/২০১৭অনবদ্য।
-
সোহেল রানা আশিক ২১/০৪/২০১৭।অনুপম