জং ধরা মস্তিষ্ক আর সৃষ্টি ছাড়া স্বপ্নগুলো
স্বপ্ন দেখে দেখে ধরে গেছে মস্তিষ্কে জং।
তাই সকলে স্বপ্ন দেখতে করছে বারণ।
স্বপ্ন সৃষ্টি ছাড়া বাধন হারা
তা কি মানে কোন বারণ।
এ জীবনে স্বপ্নকে দেখিনি আমি
তবে স্বপ্নে জীবনকে দেখেছি।
স্বপ্নের জীবনে দেখিনি বিশ্বাস ঘাতকতা
শুনিনি কোন নির্মমতা।
মীর জাফরদের অট্রহাসি নেই সেখানে।
আছে কেবল ভালবাসার সুখ আর সহযোগীতার আনন্দ।
আরো আছে সহমর্মিতার প্রশান্তি আর বিশ্বাসের প্রতি শ্রদ্ধা।
তাই তো আজো এই জং ধরা মস্তিষ্কেও
আমি এমন সব সৃষ্টি ছাড়া স্বপ্ন দেখি বার বার।
দেখতে দেখতে দু'চোখ যখন
বুজে আসে ক্লান্তিতে।
তখনই এই জং ধরা মস্তিষ্ক ডুব দেয় স্বপ্নে।
জীবনে তো আর হলো না দেখা স্বপ্নকে।
তাই স্বপ্নের জীবনকে দেখতে না হয় হলাম একটু সৃষ্টি ছাড়া।
স্বপ্নগুলোকেই বার বার দেখে না হয়
জং ধরা মস্তিষ্ক হল ক্ষয়।
তাই সকলে স্বপ্ন দেখতে করছে বারণ।
স্বপ্ন সৃষ্টি ছাড়া বাধন হারা
তা কি মানে কোন বারণ।
এ জীবনে স্বপ্নকে দেখিনি আমি
তবে স্বপ্নে জীবনকে দেখেছি।
স্বপ্নের জীবনে দেখিনি বিশ্বাস ঘাতকতা
শুনিনি কোন নির্মমতা।
মীর জাফরদের অট্রহাসি নেই সেখানে।
আছে কেবল ভালবাসার সুখ আর সহযোগীতার আনন্দ।
আরো আছে সহমর্মিতার প্রশান্তি আর বিশ্বাসের প্রতি শ্রদ্ধা।
তাই তো আজো এই জং ধরা মস্তিষ্কেও
আমি এমন সব সৃষ্টি ছাড়া স্বপ্ন দেখি বার বার।
দেখতে দেখতে দু'চোখ যখন
বুজে আসে ক্লান্তিতে।
তখনই এই জং ধরা মস্তিষ্ক ডুব দেয় স্বপ্নে।
জীবনে তো আর হলো না দেখা স্বপ্নকে।
তাই স্বপ্নের জীবনকে দেখতে না হয় হলাম একটু সৃষ্টি ছাড়া।
স্বপ্নগুলোকেই বার বার দেখে না হয়
জং ধরা মস্তিষ্ক হল ক্ষয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৯/০৪/২০১৫
-
আগুন নদী ২৭/০৪/২০১৫বিষয় ভাবনার ভিন্নতা পেলাম।
শুভেচ্ছা রইলো। -
সুজয় আচার্য্য ২৬/০৪/২০১৫বেশ ভাল লাগলো।
শুভেচ্ছা রইল ।