www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুলতে চেষ্টা কর

ভাবছো তুমি আমার কথা,
ভাবছি আমি তোমার কথা,
তার কথা কে ভাবে ?
বাসবে ভালো তুমি আমার,
বাসবো ভালো আমি তোমায়,
সে বা কোথায় যাবে ?

তার বুকেও হৃদয় আছে,
হৃদয় জুড়ে স্বপ্ন আছে,
মনে আনেক আশা।
তোমার মতো কাউকে পেলে,
এই দুনিয়ার সকল ফেলে,
চইবে ভালোবাসা।

আমিই নাহয় রইলাম একা,
নাইবা হলো স্বপ্ন দেখা,
তার কথাটি ভাবো।
যদিও আমি রইবো দুঃখে,
তোমার দুজন থাকলে সুখে,
আমি শান্তি পাবো।

তোমার হাতটা ছেড়েই দেবো,
অনেক দূরে ---- চলে যাবো,
তার হাতটা ধর।
আমায় তুমি পাবেনা আর,
আমার স্মৃতি কয়েক হাজার,
ভুলতে চেষ্টা কর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০১৪

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ১৯/০৫/২০১৪
    চমৎকার লিখনী।
    • সুরজিৎ সী ২০/০৫/২০১৪
      আন্তরিক ধন্যবাদ জানাই
  • এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪
    valo laglo apnar kobita
  • তার বুকেও হৃদয় আছে,
    হৃদয় জুড়ে স্বপ্ন আছে,
    মনে আনেক আশা।

    darun lagloo....
 
Quantcast